‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসীসহ নিহত ২ আফতাবনগরে
আলোকিত বার্তা:রাজধানীর আফতাবনগরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছে। বুধবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।ডিবি পুলিশের ধারণা, নিহতরা বাড্ডা-রামপুরার শীর্ষ সন্ত্রাসী টারজান বাহিনীর প্রধান মনির ও তার সহযোগী শাহ আলী ওরফে শাহেনশাহ।ঘটনাস্থল থেকে চারটি পিস্তল, ১৪ রাউন্ড গুলি, ৫০ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
ডিবি উত্তরের উপ-কমিশনার মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, কয়েকজন মাদক চোরাকারবারী রাতে মাদক কেনবেচা করছিল,এমন তথ্যের ভিত্তিতে আফতাবনগরে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি করে পালাচ্ছিল।তিনি বলেন, এ সময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুঁড়ে। কিছুক্ষণ পর দুই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এছাড়া এই ঘটনায় দুইজনকে গ্রফতার করা হয়েছে। এরা সবাই সন্ত্রাসী টারজান বাহিনীর সদস্য।ডিবি পুলিশ জানায়, গত ১৮ মার্চ মেরুল বাড্ডায় জুলহাস হোসেন মোল্লা নামে এক যুবককে গুলি করে হত্যা করার সঙ্গে টারজান বাহিনীর নিহত দুই সন্ত্রাসী জড়িত। অভিযোগ ছিল, মাদক বিক্রির টাকার ভাগ না পেয়ে জুলহাসকে হত্যা করে টারজান বাহিনী।