৯৩ বস্তা ভিজিএফের চালচোর জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান?অতঃপর তার বাড়ি থেকে চাল উদ্ধার - Alokitobarta
আজ : বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ কোনো অবৈধ বিদেশির জায়গা হবে না বাংলাদেশে ফায়ার সার্ভিসের ডিজি পরিবর্তন হলেও আওয়ামী লীগের প্রেতাত্মারা হেড অফিসে রয়েছে বহাল তবিয়তে এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা ,কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এবার বিআরটি লেইনে গুলিস্থান হয়ে গাজীপুর চলাচল করবে বিআরটিসির এসি বাস ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনারা,ভারতের সঙ্গে আর নতজানু পররাষ্ট্রনীতি নয় অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিজমের প্রেতাত্মারা এখনো অবস্থান করছে থেমে আছে গ্রেফতারের উদ্যোগ

৯৩ বস্তা ভিজিএফের চালচোর জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান?অতঃপর তার বাড়ি থেকে চাল উদ্ধার


আলোকিত বার্তা:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়ি থেকে জেলেদের জন্য বরাদ্দ দেওয়া ৯৩ বস্তা ভিজিএফের চাল জব্দ করা হয়েছে।বুধবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিপক কুমার রায়ের নেতৃত্বে চালের বস্তগুলো জব্দ করা হয়। কিন্তু উদ্ধার অভিযানের সময় চেয়ারম্যান মনির হাওলাদারকে বাড়িতে পাওয়া যায়নি।

ইউএনও দিপক কুমার রায় আলোকিত বার্তাকে জানান, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাসায় জেলেদের জন্য বরাদ্দ দেওয়া ভিজিএফের চাল মজুত করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে সেখান থেকে ভিজিএফের ৯৩ বস্তা চাল জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় চেয়ারম্যান মনির হাওলাদার বাড়িতে উপস্থিত ছিলেন। তাই তার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন,জয়নগরে কোনো ইউনিয়ন পরিষদ নেই,আছে দোকান।আর কোনো গুদামও নেই। তবে চাল কেন বাসায় রাখলেন সে বিষয়ে যেনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে প্রতিবেদন দেওয়া হবে।

Top