যশোরের শার্শায় অস্ত্র-গুলিসহ অস্ত্রব্যবসায়ী লিটন আটক
মোঃ সাগর হোসন,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃযশোরের শার্শা থানার বিশেষ অভিযান চালিয়ে একটি ওয়ানশুটার গান ও এক রাউন্ড গুলিসহ লিটন হোসেন (৩৮)নামে একঅস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে শার্শা থানা পুলিশ।বুধবার সকাল (০৯:৩০) মিনিটে উপজেলার চটকাপোতাসানরাইজ নামের একটি ইটের ভাটার সামনে থেকে তাকেঅস্ত্র ও গুলিসহ আটক করা হয়। আটক লিটন হোসেনবেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের মৃত আনছারআলী মোড়লের ছেলে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমানজানায়, গোপন সংবাদের মাধ্যামে জানতে পারি একজনঅস্ত্র ব্যবসায়ী অস্ত্র নিয়ে শার্শার চটকাপোতারসানরাইজ নামে একটি ইটের ভাটার সামনে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে এসআই বাবুল আক্তার সহ সঙ্গীয়ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে লিটনহোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটিওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। এ ব্যাপারেশার্শা থানায় অস্ত্র আইন একটি মামলা হয়েছে।