খন্তাখালী রাতের আধারে ঘড়ে ঢুকে সিভিল মামলার বাদীনীকে নির্যাতন ।



স্টাফ রিপোটার্স:বরিশাল সদর উপজেলার ৮ নং চাঁদপুরা ইউনিয়নের খন্তাখালী গ্রামের দেওয়ানী মোকাদ্দমার বাদীনী ফুলবানু বেগমকে রাতের আধারেঘড়ে ঢুকে নির্যাতন চালিয়েছে মোকাদ্দমার বিবাদীপক্ষ । এতে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে । সরেজমিন তদন্তকরে দেখা গেছে, খন্তাখালী মৌজার ২৮৩ নং খতিয়ানের ২৫২ নং দাগ নিয়ে বরিশাল সহকারী জজ আদালতে ১৫৬ নং একটি
মোকাদ্দমা চলিয়া আসিতেছে ।
মোকাদ্দমার বাদীনী ফুলবানুগং ও বিবাদী রেজাউল করিম গংরা । গতকাল গভীর রাতে শরযন্ত
মূলকভাবে রেজাউল করিম, ফারুক হাওলাদার গংরা সাঙ্গপাঙ্গ মিলিত হয়ে ফুলবানুর ঘড়ে প্রবেশ করিয়া এলাপাতারী মারপিট করে । এবংমামলা তুলে নিয়ে বাদীপক্ষকে বিভিন্ন ভাষায় হুমকি ধুমকি দিয়ে থাকেন । ফুলবানুগংরা বিষয়টি তাৎক্ষনিকভাবে স্থানীয় ইউপি
সদস্য মামুন খান, এস্ক্র মেম্বার মোখলেছুর রহমানকে অবহিত করলে তারা পরের দিন শালিসের মাধ্যমে সমাধান করে দেওয়ার কথা বলেপরিস্তিতি নিয়ন্ত্রন করেন।কিন্তু পরবর্তিতে রেজাউল করিম ও ফারুকগংরা শালিসে বসে নাই । এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেজানিয়েছেন ফুলবানুর পক্ষে মোকাদ্দমা পরিচালক মোঃ আজিজ মৃধা ।