ধানের ন্যায্য মূল্য দাও কৃষকদের কান্না থামাও
আলোকিত বার্তা:কৃষকদের কান্না থামাও- ধানের ন্যায্য মূল্য দাও’। তৃণমূল পর্যায়ে উৎপাদনকারী কৃষকরা এমনিতেই বঞ্চিত, শোষিত ও অসহায়। নানারূপ প্রতিকূল অবস্থার মধ্যে কৃষি ও উৎপাদন ব্যবস্থা চালু রেখে দেশ ও জনগণের চাহিদা পূরণ করেছেন। অনেকে ধার দেনা করেও উৎপাদন খরচ পর্যন্ত মেটাতে পারছেন না। এতে দেনা শোধ করতে না পেরে তারা মহা বিপন্ন হয়ে পড়েছে। অনেক জায়গায় কৃষক হতাশ হয়ে মারাত্মক দুঃখে নিজের ধানের ক্ষেতে আগুন দিয়েও সরকারের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হয়েছে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা, মধ্যস্বত্বভোগী ও অসৎ ব্যবসায়ীদের কারসাজিতে সম্প্রতি ধানের মূল্য অস্বাভাবিক কমে যাওয়ায় কৃষকদের জীবনে মারাত্মক বিপর্যয় সৃষ্টি হয়েছে।তারা দাবি জানিয়ে বলেন, কৃষকের সংকট সমগ্র জনগণের সংকট। কৃষক বিপন্ন হলে কৃষি ও কৃষি ব্যবস্থা বিপর্যস্ত হয়ে সমস্ত জনগণ ও দেশ মহাসংকটে পড়বে। তাই, যেকোনো মূল্যে ধানের মূল্য পতনের কারসাজি রোধ করে কৃষক ও উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে।অবিলম্বে সরকারিভাবে কৃষকদের চাহিদামত ভালো দামে ধান কিনে ও প্রয়োজনে ভর্তুকি দিয়ে এবং মধ্যবর্তী কারসাজি ও সকল অব্যবস্থাপনা দূর করে কৃষকদের এই সংকট থেকে উদ্ধার করার জন্য সরকারের প্রতি বিশেষ আহবান জানান তারা।মানববন্ধনে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এর প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত, আল্লামা শেখ রায়হান রাহবার,আল্লামা আবু আবরার চিস্তি, অ্যাডভোকেট মোকাররম হোসেন, অ্যাডভোকেট শারমিন সুলতানা, অ্যাডভোকেট তানিয়া তানজিম, অধ্যাপিকা এমি নিশা প্রমুখ উপস্থিত ছিলেন।