ধানের ন্যায্য মূল্য দাও কৃষকদের কান্না থামাও - Alokitobarta
আজ : রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিপুর বিপুল লুটপাট,পাহারায় উপদেষ্টার স্বামী ! ২৩ লাখ মৃত ভোটার,নতুন ভোটার ৬৩ লাখ সংসদ, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মেয়াদের প্রস্তাবে দ্বিমত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র-জনতার গণহত্যায় জড়িত পুলিশের বিরুদ্ধে মামলা পুরস্কৃত হচ্ছেন বিতর্কিতরা, বিবেচনায় নেই স্বৈরাচারবিরোধী অগ্রণী ভূমিকা পালনকারীরা চুরি, ডাকাতি, অপহরণ,অবৈধ দখলদারির সহ বিভিন্ন মামলা থাকা সত্ত্বেও দেশকে অস্থিতিশীল করার মাষ্টার মাইন... কুয়েট ভিসি-প্রোভিসিকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি দেশে শক্তিশালী উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তুলতে সবাই কার্যকর অবদান রাখবেন বায়ুদূষণের তালিকায় শীর্ষ ১০-এ নেই রাজধানী ঢাকা নির্বাচন ঘিরে ভিন্ন কৌশলে এগোচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

ধানের ন্যায্য মূল্য দাও কৃষকদের কান্না থামাও


আলোকিত বার্তা:কৃষকদের কান্না থামাও- ধানের ন্যায্য মূল্য দাও’। তৃণমূল পর্যায়ে উৎপাদনকারী কৃষকরা এমনিতেই বঞ্চিত, শোষিত ও অসহায়। নানারূপ প্রতিকূল অবস্থার মধ্যে কৃষি ও উৎপাদন ব্যবস্থা চালু রেখে দেশ ও জনগণের চাহিদা পূরণ করেছেন। অনেকে ধার দেনা করেও উৎপাদন খরচ পর্যন্ত মেটাতে পারছেন না। এতে দেনা শোধ করতে না পেরে তারা মহা বিপন্ন হয়ে পড়েছে। অনেক জায়গায় কৃষক হতাশ হয়ে মারাত্মক দুঃখে নিজের ধানের ক্ষেতে আগুন দিয়েও সরকারের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হয়েছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা, মধ্যস্বত্বভোগী ও অসৎ ব্যবসায়ীদের কারসাজিতে সম্প্রতি ধানের মূল্য অস্বাভাবিক কমে যাওয়ায় কৃষকদের জীবনে মারাত্মক বিপর্যয় সৃষ্টি হয়েছে।তারা দাবি জানিয়ে বলেন, কৃষকের সংকট সমগ্র জনগণের সংকট। কৃষক বিপন্ন হলে কৃষি ও কৃষি ব্যবস্থা বিপর্যস্ত হয়ে সমস্ত জনগণ ও দেশ মহাসংকটে পড়বে। তাই, যেকোনো মূল্যে ধানের মূল্য পতনের কারসাজি রোধ করে কৃষক ও উৎপাদন ব্যবস্থা রক্ষা করতে হবে।অবিলম্বে সরকারিভাবে কৃষকদের চাহিদামত ভালো দামে ধান কিনে ও প্রয়োজনে ভর্তুকি দিয়ে এবং মধ্যবর্তী কারসাজি ও সকল অব্যবস্থাপনা দূর করে কৃষকদের এই সংকট থেকে উদ্ধার করার জন্য সরকারের প্রতি বিশেষ আহবান জানান তারা।মানববন্ধনে বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এর প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াত, আল্লামা শেখ রায়হান রাহবার,আল্লামা আবু আবরার চি‌স্তি, অ্যাডভোকেট মোকাররম হোসেন, অ্যাডভোকেট শারমিন সুলতানা, অ্যাডভোকেট তানিয়া তানজিম, অধ্যাপিকা এ‌মি নিশা প্রমুখ উপস্থিত ছিলেন।

Top