হাইকোর্টের কর্মকর্তা দুর্নীতির মামলায় সস্ত্রীক দণ্ডিত হলেন
আলোকিত বার্তা:জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা দখলে রাখার অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোর্ট কিপার শাখার প্রশাসনিক কর্মকর্তা গোলাম ফারুককে ছয় বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। অপরদিকে তার স্ত্রী সৈয়দা মমতাজকে তিন বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।বৃহস্পতিবার ঢাকার ৫ নং বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। আদালতের কর্মকর্তা সোহানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।গোলাম ফারুককে দুই ধারায় ছয় বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ড এবং ৭০ লাখ ৫১ হাজার ২৯৬ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ নিজ দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন,২০০৪ এর ২৭(১)ধারায় তাকে আরো ৩ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।অপরদিকে স্বামীর অর্জিত সম্পদ বেনামদার হিসেবে দখলে রেখে স্বামীকে অপরাধে সহযোগিতা করার অপরাধে সৈয়দা মমতাজকে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২)/ দণ্ডবিধির ১০৯ ধারায় ৩ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।আগামী ৬০ দিনের মধ্যে দু’জনের অর্থদণ্ডের টাকা রাষ্ট্রের অনুকূলে আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে।