মির্জাগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভাঅনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনেউপজেলা ভূমি অফিস থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি উপজেলা শহরের প্রধানপ্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা ভূমি অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায়সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভূমি সহকারিকর্মকর্তা আবদুল্লাহ আল জাকী।
অনুষ্ঠিত সভায় সদর ইউনিয়ন উপ-সহকারিকর্মকতা মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলামাধ্যমিক শিক্ষা অফিসার কাজী মোঃ সাইফুদ্দিন ওয়ালীদ,আওয়ামীলীগ নেতা মোঃইসমাইল হোসেন মৃধা,অধ্যাক্ষ মোঃ ফারুক ইকবাল,উপজেলা ভূমি অফিসেরসার্ভেয়ার মোঃ বেলায়েত হোসেন ও ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মোঃজাহিদ হোসেন প্রমূখ।