ববি শিক্ষার্থীদের বিক্ষোভ মুখে কালো কাপড় বেঁধে - Alokitobarta
আজ : বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ কোনো অবৈধ বিদেশির জায়গা হবে না বাংলাদেশে ফায়ার সার্ভিসের ডিজি পরিবর্তন হলেও আওয়ামী লীগের প্রেতাত্মারা হেড অফিসে রয়েছে বহাল তবিয়তে এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা ,কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এবার বিআরটি লেইনে গুলিস্থান হয়ে গাজীপুর চলাচল করবে বিআরটিসির এসি বাস ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনারা,ভারতের সঙ্গে আর নতজানু পররাষ্ট্রনীতি নয় অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিজমের প্রেতাত্মারা এখনো অবস্থান করছে থেমে আছে গ্রেফতারের উদ্যোগ

ববি শিক্ষার্থীদের বিক্ষোভ মুখে কালো কাপড় বেঁধে


আলোকিত বার্তা:শিক্ষার্থীদের ‌‌‘রাজাকারের বাচ্চা’ বলে কটূক্তি করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি)উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হকের পদত্যাগের দাবিতে মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনকারীরা।আন্দোলনের ৬ষ্ঠ দিন রোববার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের প্রধান ফটক থেকে এ মিছিল বের করে তারা। এসময় ভিসির পদত্যাগের দাবি সংবলিত বিভিন্ন প্লাকার্ড নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি নিয়ে পুনরায় একাডেমিক ভবনের সামনে এসে শেষ করে।এর আগে সকাল ৯টা থেকে একাডেমিক ভবনের নিচতলায় অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা ভিসির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান,শুধু দুঃখ প্রকাশ করলে চলবে না, আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া এবং বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। ক্ষমা না চাইলে উপাচার্যের পদত্যাগ করতে বাধ্য করাবেন বলেও হুমকি দেন।

শিক্ষার্থীরা আরো জানান, সোমবার (১ এপ্রিল) সকালে তারা তাদের দাবি দাওয়া সংবলিত একটি স্মারকলিপি বিভাগীয় কমিশনার বরাবর দেবেন। পরে একটি সংবাদ সম্মেলন করে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা দেবেন।বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বাদ দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রতিবাদ করায় ভিসি ড. এস এম ইমামুল হক শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’বলে গালি দেন। এর প্রতিবাদে গত ২৬ মার্চ থেকে তারা লাগাতার আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন। মাঝে ২৮ মার্চ থেকে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিলেও তা প্রত্যাক্ষাণ করে আন্দোলনকারীরা। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশ প্রত্যাখ্যান করে হলেই অবস্থান করছেন।এরই ধারবাহিকতায় শুক্রবার দিবাগত রাতে দুঃখ প্রকাশ করে উপাচার্য অধ্যাপক ড. এস এম ইমানুল হকের পক্ষে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তবে তাতেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শিক্ষার্থীরা হলে অবস্থান নিয়ে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।দুঃখ প্রকাশ করে বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের দেয়া বক্তব্য ও আহ্বান প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। উপাচার্য তার বক্তব্যের মাধ্যমে মিথ্যাচার করেছে বলে অভিযোগ তাদের।

Top