দেশের বিভিন্ন পেশার মানুষের নানা সমস্যা রয়েছে। - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দেশের বিভিন্ন পেশার মানুষের নানা সমস্যা রয়েছে।


আলোকিত বার্তা:জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ(জিএম)কাদের বলেছেন,দেশের বিভিন্ন পেশার মানুষের নানা সমস্যা রয়েছে। তাই নিজেদের স্বার্থ রক্ষায় পেশাভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।বুধবার(৩০ অক্টোবর)রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় তাঁতী পার্টির প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।জিএম কাদের বলেন,আমরা পেশাজীবীদের সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য কাজ করতে চাই।এজন্য সকল পেশার মানুষকে জাতীয় পার্টির কল্যাণের রাজনীতির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।জি এম কাদের বলেন,বাংলাদেশে তাঁত শিল্পের এখনও অনেক সম্ভাবনা আছে।আধুনিক বিশ্বে বস্ত্র শিল্পের যথেষ্ট উন্নতি হলেও তাঁত বস্ত্রের সমাদর এখনও কমে যায়নি।দেশের তাঁত শিল্পের গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে।

তিনি বলেন,আমরা ঐতিহ্যকে ভুলে যেতে পারি না।তাই দেশের তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে।এজন্য তাঁতী জনগোষ্ঠীর কল্যাণে এগিয়ে আসতে হবে এবং তাদের স্বার্থ রক্ষা করতে হবে।তিনি বলেন,পল্লীবন্ধু এরশাদ দেশের সকল পেশাজীবীদের কল্যাণেই কাজ করেছেন।তিনি তাঁতীদের স্বার্থ রক্ষায় তাদের সংগঠিত করতে জাতীয় তাঁতী পার্টি গঠন করেছেন। পল্লীবন্ধুর সেই লক্ষ্য বাস্তবায়ন করতেই তাঁতী পার্টির প্রত্যেক নেতা-কর্মীকে কাজ করে যেতে হবে।

এ সময় পার্টির অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন-জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম,তাঁতী পার্টির মো.ফরিদ আহমেদ, দেলোয়ার হোসেন খান,বসিরুল ইসলাম,কবির আহমেদ,আবুল কালাম,আরিফ আলী,সাত্তার,আব্দুর রউফ,মাহমুদ হোসেন,সুলতান আহমেদ,আব্দুস সামাদ মোল্লা,আবুল হোসেন,খলিল শিকদার,মো.আলম,মাহাদি হাসান প্রমুখ।

Top