ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত তিন মাসে কোটিপতি আমানকারী কমেছে ৭১৯ জন - Alokitobarta
আজ : শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত তিন মাসে কোটিপতি আমানকারী কমেছে ৭১৯ জন


মু.এ বি সিদ্দীক ভুঁইয়া:জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতায় ব্যাংক থেকে আমানত তুলে নেওয়ার প্রবণতা বেড়েছিল। এর প্রভাবে আমানত যেমন কমছিল, তেমনই ব্যাংকে কোটিপতি আমানতকারীর সংখ্যাও কমে গিয়েছিল। পরে ডিসেম্বরে তা কিছুটা বেড়েছিল। এখন ডিসেম্বরের তুলনায় মার্চে কোটিপতি আমানতকারীর সংখ্যা আবার কমেছে। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত তিন মাসে কোটিপতি আমানকারী কমেছে ৭১৯ জন। তবে সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত ছয় মাসে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে ৪ হাজার ২৩৫ জন। এদিকে সার্বিকভাবে ডিসেম্বরের তুলনায় মার্চে আমানত বেড়েছে ২ দশমিক ১১ শতাংশ। ঋণপ্রবাহ বেড়েছে ১ দশমিক ৭৭ শতাংশ, যা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির চেয়ে কম।মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতি তিন মাস পর ব্যাংক খাতের আমানত ও ঋণপ্রবাহ নিয়ে এ প্রতিবেদন প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক।

প্রতিবেদনের তথ্যে দেখা যায়, ডিসেম্বর পর্যন্ত ব্যাংক খাতে কোটিপতি আমানতকারীদের হিসাব ছিল ১ লাখ ২২ হাজার ৮১টি। মার্চে তা কমে দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৩৬২টি। আলোচ্য তিন মাসে কোটিপতি আমানতকারীর হিসাব কমেছে ৭১৯টি। বড় আমানতকারীরা ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ায় এবং ব্যবসায়িক মন্দার কারণে কোটিপতি আমানতকারী কমেছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।এদিকে সেপ্টেম্বরের তুলনায় মার্চে এ ছয় মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে। সেপ্টেম্বরে কোটিপতি আমানতকারী ছিল ১ লাখ ১৭ হাজার ১২৭ জন। এ হিসাবে ছয় মাসে বেড়েছে ৪ হাজার ২৩৫ জন।

প্রতিবেদনে দেখা যায়, ১ কোটি টাকার বেশি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আমানতকারী রয়েছেন ৯৫ হাজার ৯৩২ জন। ৫ কোটির বেশি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত আমানত রয়েছে ১২ হাজার ৯৯১ জনের। ১০ কোটির বেশি থেকে ১৫ কোটি টাকা পর্যন্ত আমানতের হিসাবধারী রয়েছেন ৪ হাজার ৪৪১ জন। ১৫ কোটির বেশি থেকে ২০ কোটি টাকা পর্যন্ত আমানতকারী রয়েছেন ২ হাজার ৩৩ জন। ২০ কোটির বেশি থেকে ২৫ কোটি টাকা পর্যন্ত আমানতকারী রয়েছেন ১ হাজার ৩৫৪ জন। ২৫ কোটির বেশি থেকে ৩০ কোটি টাকা পর্যন্ত আমানতকারীর হিসাব রয়েছে ৯৬০টি। ৩০ কোটির বেশি থেকে ৩৫ কোটি টাকার আমানতকারী রয়েছেন ৫৮৩ জন। ৩৫ কোটির বেশি থেকে ৪০ কোটি টাকা পর্যন্ত আমানতকারী রয়েছেন ৩৭৭ জন। ৪০ কোটি থেকে ৫০ কোটি টাকার আমানতকারী রয়েছেন ৭৬৯ জন এবং ৫০ কোটি টাকার বেশি আমানতকারী রয়েছেন ১ হাজার ৯২২ জন।প্রতিবেদনের তথ্যে দেখা যায়, সেপ্টেম্বরের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে আমানত বেড়েছিল ৩ দশমিক ২ শতাংশ। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বেড়েছে ২ দশমিক ১১ শতাংশ। আলোচ্য সময়ে আমানত কমেছে। একই সময়ে ঋণপ্রবাহ ৩ দশমিক ৮৯ শতাংশ থেকে কমে ১ দশমিক ৭৭ শতাংশে দাঁড়িয়েছে।

Top