পরিশোধের নির্দেশ সব মন্ত্রণালয়কে তেল-গ্যাস-বিদ্যুৎ বিল - Alokitobarta
আজ : বুধবার, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ কোনো অবৈধ বিদেশির জায়গা হবে না বাংলাদেশে ফায়ার সার্ভিসের ডিজি পরিবর্তন হলেও আওয়ামী লীগের প্রেতাত্মারা হেড অফিসে রয়েছে বহাল তবিয়তে এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা ,কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এবার বিআরটি লেইনে গুলিস্থান হয়ে গাজীপুর চলাচল করবে বিআরটিসির এসি বাস ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনারা,ভারতের সঙ্গে আর নতজানু পররাষ্ট্রনীতি নয় অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিজমের প্রেতাত্মারা এখনো অবস্থান করছে থেমে আছে গ্রেফতারের উদ্যোগ

পরিশোধের নির্দেশ সব মন্ত্রণালয়কে তেল-গ্যাস-বিদ্যুৎ বিল


আলোকিত বার্তা:সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয়, বিভাগ ও অধিদফতর তেল, গ্যাস, বিদ্যুৎ ব্যবহার করলেও বিল পরিশোধ করে না। তাই মন্ত্রণালয়গুলোকে বিল পরিশোধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এনইসি সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। বর্তমান সরকারের এই দ্বিতীয় এনইসি সভায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদনও দেয়া হয়।

সভায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ,অধিদফতরের মন্ত্রী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দেন। সভা শেষে সেসব নির্দেশনা সংবাদকর্মীদের কাছে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, তেল, গ্যাস, বিদ্যুৎ- এগুলো অনেক মন্ত্রণালয়/অধিদফতর ব্যবহার করে। কিন্তু কেউ বিল পরিশোধ করে না। প্রধানমন্ত্রী বলেছেন, সব বিল পরিশোধ করতে হবে।

প্রকল্পের কাজ সময় মতো অনেক প্রকল্প পরিচালক শেষ করতে পারে না। এর কারণ খুঁজে দেখার জন্য পরিকল্পনামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সহায়তার প্রয়োজন হলে সদয় হয়ে সহায়তার জন্যও প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান পরিকল্পনামন্ত্রী।
পার্বত্য চট্টগ্রামের প্রতি শেখ হাসিনার বিশেষ নজর আছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়কে তো বরাদ্দ দেয়া হয়। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয় সরাসরি সেখানে অর্থ ব্যয় করে। প্রধানমন্ত্রীর কথা হলো, এগুলো সব এক জায়গায় করেন। তারপর সেগুলোর ওপর একটা প্রকাশনা বের করেন, যাতে পার্বত্য চট্টগ্রামের মানুষ বুঝতে পারে, প্রকৃতপক্ষে তাদের পেছনে আমরা কত ব্যয় করছি। মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা হয়তো ১০০ টাকা ব্যয় করছি, ওগুলো যোগ করলে দেখা যাবে ১২৫ টাকা ব্যয় করছি।
এছাড়া এনইসি সভায় প্রকল্পের কাজে কৃষিজমি ব্যবহার না করাসহ আরও বেশকিছু নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

Top