ববিতে মানববন্ধন শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে
আলোকিত বার্তা:পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের বাংলা বিভাগের প্রভাষক মাকসুদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।সোমবার (২০ মে) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা ৩৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) কর্মকর্তা প্রভাষক মাকসুদুর রহমানের ওপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিসহ আইনআনুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এরআগে রোববার (১৯ মে) বিএম কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বরিশাল সরকারি বিএম কলেজ ইউনিট ও বিএম কলেজ শিক্ষক পরিষদ। বিএম কলেজ অধ্যক্ষ ও বাংলাদেশ বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বরিশাল ইউনিট সভাপতি প্রফেসর শফিকুর রহমান সিকদারের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএম কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মো. মতিয়ার রহমান, বিএম কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আল-আমিন সরোয়ারসহ অন্যান্য শিক্ষক নেতারা।