নতুন নির্দেশনা জারি চিকিৎসকদের জন্য
আলোকিত বার্তা:বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল(বিএমডিসি)রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।চিকিৎসকদের e-TIN বাধ্যতামূলকএদিকে বিএমডিসির বিজ্ঞপ্তিতে আয়করের e-TIN সংক্রান্ত বিশেষ নির্দেশনাও দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারার ১৮৪এ-এর উপধারা ৩ (Xi) অনুযায়ী একজন ডাক্তার বা ডেন্টিস্ট কর্তৃক বিএমএন্ডডিসির সদস্য সনদ গ্রহণ বা নবায়ণের ক্ষেত্রে Twelve digit Taxpayer’s Identification Number (e-TIN) বিএমএডিসিকে প্রদান করতে হবে। এ ব্যাপারে আইনগত বাধ্যবাধকতা রয়েছে।বর্ণিত ধারার উপধারা ৫ অনুযায়ী Twelve digit Taxpayers Identification Number (e-TIN) গ্রহণ ব্যতিরেকে কোন চিকিৎসক বা ডেন্টিস্টকে সদস্য সনদ দেয়া হবে না। বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন গ্রহণ অথবা রেজিস্ট্রেশন নবায়ণের জন্য আবেদন করার সময় নির্ধারিত ডকুমেন্টের সঙ্গে নিজের e-TIN সনদের কপি আবশ্যিকভাবে জমা দিতে হবে। ইতিমধ্যে যারা রেজিস্ট্রেশন গ্রহণ করেছেন নবায়ণ করেছেন তাঁদেরও e-TIN সনদের কপি বিএমডিসিতে জমা দিতে হবে।