৩ পুলিশ আহত গুলিস্তানে ককটেল বিস্ফোরণে - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রশাসনের শীর্ষ পদে রেকর্ড চুক্তিভিত্তিক নিয়োগ,১২ সচিব ওএসডি ফ্যাসিবাদের সুবিধাভোগী এসপিরা এখনো আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে ব্যাংক লুটের টাকা ৪ দেশে পাচার,নজিরবিহীন জালিয়াতির তথ্য বেরিয়ে আসছে সালমানের পকেটে টিকার ২২ হাজার কোটি টাকা সংস্কার এর মধ্যে করতে হবে,ডিসেম্বরে নির্বাচন সামনে বাম, পেছনে আওয়ামী লীগ,সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র নেপথ্যে কলকাঠি নাড়াচ্ছে যে রাষ্ট্র ,সরকারকে বেকায়দায় ফেলার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ফের বিমান হামলা শুরু করেছে ইসরাইলি সরকারি টাকায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে জাতীয় সংসদ নির্বাচন চাইলে চাপ সৃষ্টি করতে হবে রাজনৈতিক দলগুলোকে

৩ পুলিশ আহত গুলিস্তানে ককটেল বিস্ফোরণে


আলোকিত বার্তা:রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু স্কয়ারের দক্ষিণ পাশে একটি শপিং কমপ্লেক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ট্রাফিক পুলিশের দুই সদস্য ও কমিউনিটি পুলিশের এক সদস্য আহত হয়েছেন।সোমবার রাত ৭টা ৪০ মিনিটে বিস্ফোরণের এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- ট্রাফিক কনস্টেবল নজরুল ইসলাম (৩৭) ও লিটন (৪০) এবং কমিউনিটি পুলিশ মো. আশিক (২৬)।ট্রাফিক পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) বজলুর রহমান জানান, সন্ধ্যার পর গুলিস্তান ডন প্লাজার সামনের রাস্তায় ডিউটি করছিলেন তারা। এসময় কে বা কারা একটি ককটেল ছুড়লে সেটি তাদের সামনে এসে বিস্ফোরণ হয়। এতে তারা তিন জন আহত হন। পরে তাদেরকে হাসপাতাল নিয়ে আসা হয়।

তিনি আরো জানান নজরুলের মাথায়, লিটন ও আশিকের পিঠে আঘাত রয়েছে। তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন।ডিএমপির মতিঝিল জোনের সহকারী কমিশনার (এসি) মিশু বিশ্বাস জানান, ঘটনাস্থল বর্তমানে কর্ডন করে রাখা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়েছে। তারা এসে বিষয়টি দেখবেন।

Top