বরিশাল সদর উপজেলার সড়কের বেহাল দশায় পথযাত্রীরা - Alokitobarta
আজ : শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
অনৈতিক লেনদেন বিষয়ে সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করেছেন প্রধান বিচারপতি সরকারের পাঁচজন সচিব এবং একজন গ্রেড-১ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার সরকারি সেবায় ঘুস দেন ৩২ ভাগ নাগরিক পাচারের টাকায় যুক্তরাজ্যে সম্পদের পাহাড় , হাসিনা পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্ত নির্বাচনে পোস্টার থাকবে না দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর,শেখ হাসিনা ও সহযোগী খায়রুল হক বাংলাদেশিদের টাকার পাহাড় জমেছে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে প্রথম দিনের বৈঠক বর্জন ছিল জামায়াতের ‘প্রতীকী প্রতিবাদ’ নতুন সাত দাবিতে মাঠে কর্মচারী সংগঠন এনসিসি গঠনে মতবিরোধ

বরিশাল সদর উপজেলার সড়কের বেহাল দশায় পথযাত্রীরা


মোঃ ফেরদাউস:বরিশাল সদর উপজেলার ১০ টি ইউনিয়নের ৯নং টুঙ্গিবাড়িয়া পশ্চিম মৌজা বর্ডারে অবস্থিত সাহেবের হাট থেকে কানইপুরা সড়কের বেহাল দশায় পথযাত্রীরা ধুকে ধুকেমূত্যুর কোলে যাচ্ছে । সড়কটি প্রায় ৮ কিলোমিটার জুরে খানাখদ্দে ভরে গেছে ।সরেজমিনে অনুসন্ধান করে দেখা গেছে, প্রতিদিন লক্ষাধীক মানুষের চলাচলে একমাত্রসড়ক সাহেবের থেকে কানাইপুরার ৮ কিলোমিটার । চলাচলে একদম অনপযোগী হলেওরাজনৈতিক কিংবা সরকারী কর্মকর্তা বা স্থানীয় জনপ্রতিনিধিদের কোনো পদক্ষেপদেখা যায়নী । টমটম, অটো ভ্যান, মটরসাইক্লেল যোগাযোগে চলতে হয় ৮ কিলোমিটারসড়ক । উক্ত যানবাহনে চলতে গেলে, পথযাত্রীদের শাররিক মিটার বেড়ে গিয়ে অসুস্ত হওয়াছারা কোনো পথ খুজে পায়না । তাছারাও গর্ভপতি নারীদের উক্ত সড়কে চলাচলে একদমঝুকিপূর্ন হয়ে পড়েছে । যদিও বড় বড় রাজনৈতিক নেতাদের প্রায় সময় উক্ত সড়কেযাতায়াত হয়েছে এবং হচ্ছে । কিন্তু তাদের চোখেও রাস্তাটির প্রতি বালুকনা পরিমানভূমিকা দেখা যায়নী ।

উক্ত সড়কে প্রায় স্থানেই বড় বড় গর্ত হয়ে রয়েছে । কয়েকদিনআগে উক্ত গর্তে টমটম মালিক সমিতির পক্ষ থেকে কচুরী দিয়ে কোনো প্রকারযাতায়াত করতে সক্ষম হলেও বর্তমানে আগত বর্ষা মৌসুমে হুমকির মূখে রয়েছেসড়কটি । গত বছর স্বাভাবিক বৃষ্টির পানিতে হাটু সম পানির বিকল্প ছিলনা । তবে গতবছরের তুলনায় এবছর আরো হুমকি বৃর্দ্ধি পেয়েছে । সড়টি প্রয়োজনে আসছে,সাহেবের হাট, নৌ”বন্দর থানা, সাহেবের হাট শহিদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ,সাহেবের হাট ফাজিল ডিগ্রী মাদ্রাসা, সহ প্রায় অর্ধশতাধীক শিক্ষাপ্রতিষ্ঠানেরশিক্ষার্থীরা উক্ত সড়কে চলাচলে একমাত্র উপায় । ইতিমধ্যে বেশ কয়েকবার পত্রিকার মাধ্যমেকর্তৃপক্ষকে অবহিত করা হলেও নিরভ ভূমিকায় রয়েছে । সড়কটিতে খানাখদ্দ থেকে বাচতেসম্ভল গুটিয়ে নিয়েছে শুধু টমটম সমিতির মাধ্যমে কখনও কচুরীপনা, কখনও ইটা ভাঙ্গা,কখনও কাদা মাটি । ইউপি চেয়ারম্যান মেম্বারদের তিল পরিমান ভূমিকাও সড়কটির প্রতিদেখা যায়নী ।

স্থানীয়দের সাথে আলাপ আলোচনায় জানা গেছে, যেকোনো সময়সড়কটি পূর্ন নির্মাণের দাবি নিয়ে মানব বন্ধন করতে পারেন । তাছরাও ৮ নং চাঁদপুরা ও৯ নং টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের একটু নারাচারা হলে সড়কটিসংয়স্কার হতে পারে বলে ধারণা করেছেন এলাকাবাসী ।ঐ এলাকায় ঘোড়াঘুরি করে দেখাযায়, দুই ইউনিয়নের চেয়ারম্যান সাহেবদের নিজ বাড়ির সড়কগুলো নিয়ে ব্যস্ত সময় পারকরছেন । দুই ইউনিয়নের চেয়ারম্যান কেউ সাহেবের হাট টু কানাইপুরা পর্যান্তসড়কটির ব্যাপারে কথা বলতেও শোনা যায় না । তবে ঐ দুই ইউনিয়নের ভিতরে এমন রাস্তাওপিচ ঢালাই করা হয়েছে যে সারা দিনে ৫/৭ জন পথচারীর দেখা মিলে না । অথচ সাহেবেরহাটের লপ্তে থেকে আগত প্রধান সড়ক হলো সাহেবের হাট টু কানাইপুরা সড়ক ।সড়কটির মেরামত করতে যথাযত কর্তৃপক্ষর হস্তক্ষেপ কামনা করছেন এলাকার ভূক্তভোগীবাসিন্দারা ।

Top