এসআই ক্লোজড ববি পুলিশ ফাঁড়ির - Alokitobarta
আজ : শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

এসআই ক্লোজড ববি পুলিশ ফাঁড়ির


আলোকিত বার্তা:বরিশাল বিশ্ববিদ্যায়ে (ববি) ভিসির অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতিবাচক মন্তব্য করায় ববি’র পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আসাদকে ক্লোজড করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নাসির উদ্দিন মল্লিক।তিনি আলোকিত বার্তাকে জানান, প্রশাসনিক কারণে এসআই সৈয়দ আসাদকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ববিতে ভিসির অপসারণের দাবিতে গত ২৬ মার্চ থেকে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। আর এ আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে ববি’র পুলিশ ফাঁড়ির এসআই আসাদ ফেসবুকে নেতিবাচক মন্তব্য করেন। যা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পরেই তাকে সরিয়ে নেওয়া হয়েছে। এরইমধ্যে সেখানে তার জায়গায় নতুন একজনকে ফাঁড়ির দায়িত্বও দেওয়া হয়েছে।

Top