বখাটের কারাদণ্ড যৌন হয়রানির অভিযোগে



আলোকিত বার্তা:বরিশালের আগৈলঝাড়ায় স্কুলে যাতায়াতের পথে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সোহাগ নামে এক বখাটের ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার রাজিহার ইউনিয়নের কান্দিরপাড় গ্রামের মনীন্দ্র বালার বখাটে ছেলে সোহাগ বালা (২০) বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীকে স্কুলে ও প্রাইভেট পড়তে যাওয়া আসার পথে যৌন নিপীড়ন করে আসছিল।
এ ঘটনায় ওই ছাত্রীর মা সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসের কাছে অভিযোগ দায়ের করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস থানায় জানালে ওসি মো.আফজাল হোসেনের নির্দেশে বুধবার সকালে এসআই নাসির উদ্দিন ওই ছাত্রীকে যৌন নিপীড়নের সময় কান্দিরপাড় এলাকা থেকে হাতেনাতে বখাটে সোহাগকে গ্রেফতার করে।গ্রেফতার সোহাগকে বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাস ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।