লঞ্চের ধাক্কায় ফল ব্যবসায়ীর মৃত্যু - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগ আগামী তিনদিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে স্বৈরাচারী ব্যবস্থা যাতে আবার ফিরে আসতে না পারে সেজন্য কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করা বৈষম্য ও শোষণের শিকল ছিঁড়ে বারবার গণমানুষকে মুক্তি দিয়েছে দেশের তরুণরাই নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই দেশের সব সাংবাদিকের জন্য বেতন ৩০ হাজার অথবা ৪০ হাজার-ই হোক এর নিচে নামা যাবে না নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১০ প্রশাসনের শীর্ষ পদে রেকর্ড চুক্তিভিত্তিক নিয়োগ,১২ সচিব ওএসডি ফ্যাসিবাদের সুবিধাভোগী এসপিরা এখনো আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে ব্যাংক লুটের টাকা ৪ দেশে পাচার,নজিরবিহীন জালিয়াতির তথ্য বেরিয়ে আসছে

লঞ্চের ধাক্কায় ফল ব্যবসায়ীর মৃত্যু


আলোকিত বার্তা:বরিশালের উজিরপুর উপজেলার হারতায় লঞ্চের ধাক্কায় জিতেন বিশ্বাস (৩২) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।রোববার (২১ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। জিতেন উজিরপুর উপজেলার জামবাড়ী এলাকার জগদ্বীশ বিশ্বাসের ছেলে ও ডাবসহ বিভিন্ন ফল স্থানীয়ভাবে সংগ্রহ করে ঢাকায় বিক্রি করতেন।

স্থানীয়রা জানান,বরিশালের পয়সারহাট থেকে ঢাকাগামী এমভি যুবরাজ লঞ্চটি হারতা লঞ্চঘাটে নোঙর করার প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় জিতেনসহ ঢাকাগামী যাত্রীরা লঞ্চে ওঠার জন্য ঘাটে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু লঞ্চটি দ্রুতগতিতে এসে ঘাটে থামলে লঞ্চের ধাক্কায় আহত হয়ে পানিতে পড়ে জিতেনের মৃত্যু হয়।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল আলোকিত বার্তাকে জানান,লঞ্চের ধাক্কায় পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি শিশির।

Top