লঞ্চের ধাক্কায় ফল ব্যবসায়ীর মৃত্যু
আলোকিত বার্তা:বরিশালের উজিরপুর উপজেলার হারতায় লঞ্চের ধাক্কায় জিতেন বিশ্বাস (৩২) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।রোববার (২১ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। জিতেন উজিরপুর উপজেলার জামবাড়ী এলাকার জগদ্বীশ বিশ্বাসের ছেলে ও ডাবসহ বিভিন্ন ফল স্থানীয়ভাবে সংগ্রহ করে ঢাকায় বিক্রি করতেন।
স্থানীয়রা জানান,বরিশালের পয়সারহাট থেকে ঢাকাগামী এমভি যুবরাজ লঞ্চটি হারতা লঞ্চঘাটে নোঙর করার প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় জিতেনসহ ঢাকাগামী যাত্রীরা লঞ্চে ওঠার জন্য ঘাটে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু লঞ্চটি দ্রুতগতিতে এসে ঘাটে থামলে লঞ্চের ধাক্কায় আহত হয়ে পানিতে পড়ে জিতেনের মৃত্যু হয়।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল আলোকিত বার্তাকে জানান,লঞ্চের ধাক্কায় পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি শিশির।