পটকা-আতশবাজি নিষিদ্ধ শবে বরাতে বরিশালে



আলোকিত বার্তা:পবিত্র শবে বরাতে বরিশালে পটকা-আতশবাজি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।রোববার (২১ এপ্রিল) বরিশাল মহানগর পুলিশের বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার আবু রায়হান মো. সালেহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,নির্বিঘ্নে শবে বরাত পালনের লক্ষ্যে পটকা,আতশবাজি,চকলেট বোমা বা অনুরূপ দ্রব্যাদি ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি এবং অনুরূপ দ্রবাদি বিক্রয়, মজুদ, বহন নিষিদ্ধ করা হয়েছে।