প্রধানমন্ত্রী:নুসরাত হত্যার নিন্দা জানানোর ভাষাও নেই - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগ আগামী তিনদিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে স্বৈরাচারী ব্যবস্থা যাতে আবার ফিরে আসতে না পারে সেজন্য কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করা বৈষম্য ও শোষণের শিকল ছিঁড়ে বারবার গণমানুষকে মুক্তি দিয়েছে দেশের তরুণরাই নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই দেশের সব সাংবাদিকের জন্য বেতন ৩০ হাজার অথবা ৪০ হাজার-ই হোক এর নিচে নামা যাবে না নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১০ প্রশাসনের শীর্ষ পদে রেকর্ড চুক্তিভিত্তিক নিয়োগ,১২ সচিব ওএসডি ফ্যাসিবাদের সুবিধাভোগী এসপিরা এখনো আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে ব্যাংক লুটের টাকা ৪ দেশে পাচার,নজিরবিহীন জালিয়াতির তথ্য বেরিয়ে আসছে

প্রধানমন্ত্রী:নুসরাত হত্যার নিন্দা জানানোর ভাষাও নেই


আলোকিত বার্তা:মাদরাসাছাত্রী নুসরাতকে লাঞ্ছনা ও আগুনে পুড়িয়ে হত্যাকারীদের ছাড় দেয়া হবে না। এ হত্যার নিন্দা জানানোর ভাষাও নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের সঞ্চালনায় শুরু হওয়া ওই সভায় দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু,তোফায়েল আহমেদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন,বাংলা নববর্ষ, সব ধর্মের মানুষ মিলে উদযাপন করি। এটি বাঙালির বড় উৎসব। এটিকে আনন্দঘন করতে ভাতারও ব্যবস্থা করেছে আওয়ামী লীগ সরকার। এভাবেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এ অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত থাকবে।তিনি বলেন,জঙ্গিবাদ,সন্ত্রাসসহ কিছু সমস্যা ছিল। আমরা এগুলো কঠোর হস্তে দমন করেছি। আর কিছু সামাজিক সমস্যা আছে সমাধানের চেষ্টা করা হচ্ছে।

শেখ হাসিনা বলেন,আপনারা জানেন,সম্প্রতি ফেনীর সোনাগাজীতে নুসরাত নামের এক মাদরাসাছাত্রীকে অধ্যক্ষ কর্তৃক লাঞ্ছনা ও মুখোশ পরা কিছু লোক তাকে আগুন দিয়ে হত্যাচেষ্টা করে। মেয়েটির চিকিৎসায় আমি সর্বোচ্চ সহায়তার চেষ্টা করেছি। সিঙ্গাপুর নেয়ারও কথা বলেছিলাম। কিন্তু সে মারা গেল।প্রধানমন্ত্রী বলেন,যারা এ হত্যাকাণ্ডে জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না। কয়েকজনকে ধরেছে, বাকিদেরও ধরা হবে। কাউকে ছাড় দেয়া হবে না। সবাইকে বিচারের আওতায় আনা হবে। দেয়া হবে দৃষ্টান্তমূলক শাস্তি।তিনি বলেন,আগুনে পুড়িয়ে মানুষ হত্যার এ পথটি বিএনপি- জামায়াত দেখানো। আগুনে পুড়িয়ে মানুষ মারতে দেখেছি পাকিস্তানীদের। বিএনপি-জামায়াতও পেট্রোল ঢেলে জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছে। এছাড়া ভবনে অগ্নিকাণ্ডে মানুষ মরার বিষয়ে সামাজিক সচেতনতা দরকার বলে মনে করেন প্রধানমন্ত্রী।

Top