তালতলী সন্ত্রাসীদের ভয়ে ৫ পরিবার বাড়ী ছাড়া আটক-১ - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগ আগামী তিনদিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে স্বৈরাচারী ব্যবস্থা যাতে আবার ফিরে আসতে না পারে সেজন্য কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করা বৈষম্য ও শোষণের শিকল ছিঁড়ে বারবার গণমানুষকে মুক্তি দিয়েছে দেশের তরুণরাই নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই দেশের সব সাংবাদিকের জন্য বেতন ৩০ হাজার অথবা ৪০ হাজার-ই হোক এর নিচে নামা যাবে না নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১০ প্রশাসনের শীর্ষ পদে রেকর্ড চুক্তিভিত্তিক নিয়োগ,১২ সচিব ওএসডি ফ্যাসিবাদের সুবিধাভোগী এসপিরা এখনো আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে ব্যাংক লুটের টাকা ৪ দেশে পাচার,নজিরবিহীন জালিয়াতির তথ্য বেরিয়ে আসছে

তালতলী সন্ত্রাসীদের ভয়ে ৫ পরিবার বাড়ী ছাড়া আটক-১


মল্লকি মো. জামাল, বরগুনা প্রতিনিধিঃবরগুনার তালতলীতে সন্ত্রাসীদের হামলা ও নির্যাতনের ভয়ে ৫ পরিবার ভিটাবাড়ী ছেড়ে থানায় এসে আশ্রায় নিয়েছে। মঙ্গলবার এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারগুলো। পুলিশ দেশীয় অস্ত্রসহ মাদকসেবী নুর হোসেনকে তার বাড়ী থেকে আটক করেন।
জানা গেছে, উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের তেতুলবাড়ীয়া গ্রামের মোতালেব প্যাদা ও নুর হোসেন গংরা নেশায় আসক্ত হয়ে পার্শ্ববতর্ী আবু জাফর হাওলাদার, লোকমান হোসেন, জাহাঙ্গীর হোসেন, এনায়েত হোসেন ও আলম মাঝির পরিবারের উপর বিভিন্ন ভাবে পাশবিক নির্যাতন করে আসছে। তাদের নির্যাতন সইতে না পেরে ভুক্তভোগী ৫ পরিবার ও এলাকাবাসীসহ প্রায় শতাধিক লোক থানায় এসে এমন অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী আবু জাফর হাওলাদার জানান, সন্ত্রাসী নুর হোসেন মাদক সেবন করে মাতাল হয়ে দেশীয় অস্ত্র রামদা ও ছেনা নিয়ে আমাদের কাছে চঁাদা দাবী করেন। হামলা ও নির্যাতনের আশংকা থেকে রেহাই পাওয়ার আশায় সোমবার নুর হোসেনকে ১হাজার ৫শত টাকা দেই। টাকা কম দেওয়ায় ওইদিনই ভুক্তভোগী পরিবারের নারী ও শিশুদের ওপর লোহার পাইপ দিয়ে পাশবিক নির্যাতন চালায়। এ নির্যাতন সইতে না পেরে আশ্রায়ের জন্য থানায় আসি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজী জানান, মোতালেব প্যাদা ও নুর হোসেন গংরা নেশাখোর, চঁাদাবাজ ও দস্যু প্রকৃতির লোক। ওরা স্থানীয় কোন বিচার ব্যবস্থার তোয়াক্কা করেনা।
তালতলী থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ পাঠিয়ে অভিযুক্ত নুর হোসেনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা্ নেয়া হবে।

Top