এবার ঈদুল আজহায় লম্বা ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ - Alokitobarta
আজ : শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ

এবার ঈদুল আজহায় লম্বা ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ


প্রতিবেদক,আলোকিত বার্তা :এবার ঈদুল আজহায় লম্বা ছুটি পেয়েছিলেন চাকরিজীবীরা। টানা ১০ দিনের ছুটির পর কাল রোববার দেশের অধিকাংশ অফিস ও আদালত খুলছে। ফলে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরছেন কর্মজীবী মানুষজন। দীর্ঘ ছুটির কারণে হাতে সময় থাকায় অনেকে আগে ফিরতে শুরু করলেও শুক্রবার ঢাকামুখী মানুষের চাপ ছিল বেশি। আজ কর্মস্থলে ফেরার এই চাপ আরও বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের। এদিকে এই চাপকে পুঁজি করে বিভিন্ন রুটের পরিবহণে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে।

জানা গেছে, গাজীপুরের কয়েকটি পোশাক কারখানা শনিবার থেকেই চালু হচ্ছে। ফলে শুক্রবার গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের চাপ দেখা গেছে। তাদের অভিযোগ, অনেক পরিবহণ চালক সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। ফলে অনেকে ট্রাক, পিকআপ ভ্যান, মোটরসাইকেল যেভাবেই সম্ভব কর্মস্থলে ফিরছেন। মহাসড়কে চোখে পড়েনি ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। অন্যদিকে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী যানবাহনের চাপও বেড়েছে। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন এই পথের যাত্রীরাও।

গাজীপুরের নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগাতুল আলম বলেন, রোববার থেকে সব অফিস খুলছে, তাই শুক্রবার ও শনিবার দুদিন যাত্রীদের ভিড় থাকবে। যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে শুক্রবার সকাল থেকে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী যানবাহনের চাপ বেড়েছে। দূরপাল্লার পরিবহণ ছাড়াও এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্টপেজ থেকে লোকাল বাসে চড়তে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এক্সপ্রেসওয়ের ভাঙ্গা, সূর্যনগর, পাঁচ্চর থেকে ঢাকাগামী বাসে বাড়তি ভাড়া নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে যাত্রীদের।

ঢাকাগামী যাত্রী রহমান শেখ বলেন, ছুটি শেষ হওয়ায় কর্মস্থলে ফিরে যাচ্ছি। বাসে যাত্রীদের ভিড় অনেক। শিবচরের সূর্যনগর থেকে ৪০০ টাকা নিয়েছে। দাঁড়িয়ে যাচ্ছি। ভাড়া মূলত ২০০ টাকা।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, ঈদের পর এখন ঢাকামুখী পরিবহণের প্রচুর চাপ রয়েছে। মঙ্গলবার থেকেই এই চাপ বাড়তে শুরু করেছে। আগামী দু-তিন দিন বাড়তি চাপ থাকবে। অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। বাড়তি টহল টিম রয়েছে মহাসড়কে।

এদিকে রাজশাহীতে ঈদ ফেরত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত তিনটি বাস কাউন্টারকে জরিমানা করেছেন। এ সময় উপস্থিত যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ারও ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার দুপুরে রাজশাহী বিআরটিএর পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। এতে সহযোগিতা করে সেনাবাহিনী। বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে দেশ ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস ও ন্যাশনাল ট্রাভেলসের প্রত্যেক কাউন্টারকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।জানা গেছে, অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি কয়েকজন যাত্রী সেনাবাহিনীকে অভিযোগ করার পর এই অভিযান চালানো হয়।

এর আগে বুধবার হিমাচল ট্রাভেলস ও হানিফ ট্রাভেলস নন-এসি ভাড়া বেশি আদায় করেছিল। হানিফ ট্রাভেলসের চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার ভাড়া ছিল ৮৩০ টাকা। কিন্তু তারা রাজশাহী থেকেই ওই পরিমাণ ভাড়া আদায় করছিল। হিমাচল ট্রাভেলসের কোনো কাউন্টার ছিল না। তারা অন্য বাসের সঙ্গে মিলে যাত্রী পরিবহণ করছিল। এই দুটি বাসকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

শুক্রবার অতিরিক্ত ভাড়া আদায় সম্পর্কে জানতে চাইলে দেশ ট্রাভেলসের ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, তারা সারা বছর ডিসকাউন্ট দিয়ে ১ হাজার ১০০ টাকায় যাত্রী পরিবহণ করেন। ঈদ উপলক্ষ্যে তারা সেই ডিসকাউন্টটা উঠিয়ে দিয়েছেন। সেই কারণেই ভাড়া ১ হাজার ৭০০ টাকা হয়েছে।

এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন বলেন, তারা মিটিংয়ের সময় এই কথাটা বলেননি।এদিকে শুক্রবার পর্যন্ত পূর্বাচল আর্মি ক্যাম্প, ট্রাফিক পুলিশ এবং খিলক্ষেত থানা পুলিশ খিলক্ষেত বাসস্ট্যান্ড এলাকায় প্রায় ৫০টির অধিক দূরপাল্লার বাসের যাত্রীদের নিকট হতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে। এতে অধিকাংশ বাস হতে বিপুল পরিমাণে অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়। এছাড়াও পুলিশ ৭টি বাসের বিরুদ্ধে মামলা করে।

এদিকে শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড ও জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রীবাহী বাসগুলোতে ঢাকাগামী যাত্রীদের ভিড় দেখা গেছে। বাসের তুলনায় যাত্রী বেশি হওয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন রাজধানীগামী যাত্রীরা। তবে এ বছরের ঈদযাত্রা তুলনামূলক স্বাচ্ছন্দ্যপূর্ণ হওয়ায় ভোগান্তি ছাড়াই রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ।

এ প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছেন রাজশাহী ব্যুরো, কালিয়াকৈর (গাজীপুর), শিবচর (মাদারীপুর) ও দক্ষিণখান (ঢাকা) প্রতিনিধি

Top