দুই বছরে ৫ বিসিএসে নিয়োগ হবে ১৮ হাজার - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ কোনো অবৈধ বিদেশির জায়গা হবে না বাংলাদেশে ফায়ার সার্ভিসের ডিজি পরিবর্তন হলেও আওয়ামী লীগের প্রেতাত্মারা হেড অফিসে রয়েছে বহাল তবিয়তে এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা ,কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এবার বিআরটি লেইনে গুলিস্থান হয়ে গাজীপুর চলাচল করবে বিআরটিসির এসি বাস ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনারা,ভারতের সঙ্গে আর নতজানু পররাষ্ট্রনীতি নয় অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিজমের প্রেতাত্মারা এখনো অবস্থান করছে থেমে আছে গ্রেফতারের উদ্যোগ

দুই বছরে ৫ বিসিএসে নিয়োগ হবে ১৮ হাজার


মোহাম্মাদ মুরাদ হোসেন: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেছেন, চলমান পাঁচটি বিসিএস পরীক্ষার মাধ্যমে দুই বছরের কম সময়ের মধ্যে ১৮ হাজার ১৫০ জন ক্যাডার ও নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। এদিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিগত সরকারের সময়ে পদোন্নতি বঞ্চিত হয়ে অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে ১ হাজার ৫শ জনকে উপ-সচিব থেকে সচিব পর্যন্ত পদোন্নতি আদেশ শিগগিরই জারি করা হবে। পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে অবসরে যাচ্ছেন এমন কর্মকর্তাদের গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হবে। প্রশাসনে দুই স্তরে অর্থাৎ উপ-সচিব থেকে যুগ্ম সচিব, যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে এসব পদোন্নতি দেওয়া হবে। ডিসির ফিটলিস্ট পুনরায় করা হচ্ছে। সরকারি চাকরি থেকে অবসরের বয়সসীমা জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে নির্ধারণ করা হবে। তিনি বলেন, ডিসি নিয়োগে ঘুস লেনদেনের অভিযোগ ছিল ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় অতিরিক্ত সচিব মো. ওবায়দুর রহমানসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সিনিয়র সচিব মোখলেস উর রহমান বলেন, পাঁচটি বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে ১২ হাজার ৭১০ জন এবং নন-ক্যাডারে ৫ হাজার ৪৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, ক্যাডার পদে ৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জন, ৪৪তম বিসিএসে ১ হাজার ৭১০ জন, ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ জন, ৪৬তম বিসিএসে ৩ হাজার ১৪০ জন এবং ৪৭তম বিসিএসে ৩ হাজার ৪৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে।এছাড়া নন-ক্যাডার পদে ৪৩তম বিসিএস থেকে ৬৪২ জন, ৪৪তম বিসিএসের ১ হাজার ৭৯১ জন, ৪৫তম বিসিএসে ১ হাজার ৫৭০ জন, ৪৬তম বিসিএসে ১ হাজার ১১১ জন, ৪৭তম বিসিএসে ৩২৫ জনসহ ক্যাডার ও নন-ক্যাডার পদে ১৮ হাজার ১৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। ৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জনের গেজেট প্রকাশিত হয়েছে জানিয়ে। ক্লিন ইমেজের প্রার্থী নিয়োগের স্বার্থে গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআইর মাধ্যমে অধিকতর যাচাই-বাছাই কাজ বর্তমানে চলমান।

তিনি বলেন, ৫ আগস্টের আগে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলমান ছিল। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে ২৫ আগস্ট এই মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল। সম্প্র্রতি নতুন কমিশন গঠনের পর অধিকতর স্বচ্ছতার স্বার্থে আগের নেওয়া প্রার্থীদের মৌখিক পরীক্ষা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন এই বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীর অর্থাৎ ১১ হাজার ৭৩২ প্রার্থীর মৌখিক পরীক্ষা নতুন করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছিলেন জানিয়ে সিনিয়র সচিব বলেন, লিখিত পরীক্ষার উত্তরপত্র প্রথম পরীক্ষক কর্তৃক মূল্যায়ন শেষে দ্বিতীয় পরীক্ষক কর্তৃক মূল্যায়নের কাজ প্রায় সমাপ্তির পথে ছিল। সম্প্রতি নতুন কমিশন গঠনের পর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখার স্বার্থে এই লিখিত পরীক্ষার সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষককে দিয়ে মূল্যায়নের সিদ্ধান্ত হয়েছে।মোখলেস উর রহমান বলেন, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ৯ মে প্রকাশিত হয়। এ পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণে ইতোমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে সমসংখ্যক অর্থাৎ ১০ হাজার ৬৩৮ জন যোগ করে সর্বমোট ২১ হাজার ২৭৬ প্রার্থী লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ৪৮৭টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার জন্য সরকারি কর্ম কমিশনে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে।

সম্পদ বিবরণী দাখিলের সময় বৃদ্ধি : কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করার বিষয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নির্ধারিত ছকে (ফরম) নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরে সম্পদ বিবরণী জমা দিতে হবে। এটি সব কর্মচারীর জন্যই বাধ্যতামূলক। সারা দেশে ১৫ লাখের মতো সরকারি কর্মচারী আছেন।অবসরে যাওয়া কর্মকর্তারা পচ্ছেন পদোন্নতি : সিনিয়র সচিব জানান, পদোন্নতি বঞ্চিত হয়ে অবসরে যাওয়া এক হাজার ৫শ কর্মকর্তাকে সার্ভিস রেকর্ড অনুযায়ী উপ-সচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব এবং সচিব পদে পদোন্নতির সিদ্ধান্ত হয়েছে। সাবেক অর্থ সচিব মো. জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ৫ সদস্যের কমিটি এই সুপারিশ করেছে। এ সংক্রান্ত সার-সংক্ষেপ প্রস্তুত করে প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হচ্ছে। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর পদোন্নতির আদেশ জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই সঙ্গে তাদের মধ্যে কেউ কেউ কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন বলে জানান সিনিয়র সচিব।

পদোন্নতি বঞ্চিতদের যারা অবসরে যাচ্ছেন তাদের গ্রেড-১ পদে পদোন্নতি প্রদান : সিনিয়র সচিব জানান, বিগত সরকারের সময়ে অজ্ঞাত কারণে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের ৫ আগস্টের পর পদোন্নতি দিয়েছে সরকার। তাদের মধ্যে যারা অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি পেয়ে অবসরে চলে যাচ্ছেন তাদের গ্রেড-১ পদে পদোন্নতি দেবে সরকার। তবে তাদের মধ্যে যারা বিভাগীয়, দুর্নীতি, শৃঙ্খলা ও অন্য কোনো মামলায় জড়িয়েছেন তারা গ্রেড-১ পাবেন না।

প্রশাসনে আসছে দুই স্তরের পদোন্নতি : সিনিয়র সচিব বলেন, দেশে কর্মকর্তার সংকট রয়েছে। তাছাড়া যারা পদোন্নতি পাওয়ার যোগ্যতা অর্জন করেছেন তাদের পদোন্নতি না দেওয়াটা এক ধরনের বৈষম্য।

ডিসির ফিটলিস্ট : জনপ্রশাসনের সিনিয়র সচিব বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে নতুন করে ডিসির ফিটলিস্ট তৈরি করবে। আগেরবার ডিসির ফিটলিস্ট তৈরি নিয়ে কিছু ভুলভ্রান্তি ছিল। তড়িঘড়ি করে রাত-দিন কাজ করতে গিয়ে কিছু সমস্যা হয়েছে। এবার ধীরে-সুস্থে, দেখে-শুনে ডিসির ফিটলিস্ট তৈরি করা হবে।এক প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, সরকারি চাকরি থেকে অবসরের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন যে সুপারিশ করবে সরকার সেই আলোকে ব্যবস্থা নেবে। অপর এক প্রশ্নে তিনি বলেন, সেপ্টেম্বরে ডিসি নিয়োগে ঘুস লেনদেনের যে অভিযোগ করা হয়েছে, তা ছিল মিথ্যা ও ভিত্তিহীন। জনপ্রশাসন সচিবের পদকে বিতর্কিত করার হীন চেষ্টা করা হয়েছে। এটা তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে।

Top