সংসদের দ্বিতীয় অধিবেশন ২৪ এপ্রিল বসছে - Alokitobarta
আজ : বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সংসদের দ্বিতীয় অধিবেশন ২৪ এপ্রিল বসছে


আলোকিত বার্তা:চলমান একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে ২৪ এপ্রিল। ওইদিন বিকেল ৫টায় অধিবেশন বসবে।
রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ এক আদেশের মাধ্যমে এ অধিবেশন আহ্বান করেন।অধিবেশন কত দিন চলবে তা সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। সংসদ শুরুর দিন এ কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে সংসদের প্রথম অধিবেশন ৩০ জানুয়ারি শুরু হয়েছিল।২৬ কার্যদিবস চলার পর ১১ মার্চ অধিবেশন শেষ হয়।ওই অধিবেশনে পাঁচটি বিল পাস হয়।সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।

Top