জিয়াউর রহমান জেলহত্যার প্রধান কুশীলব বলেই বিএনপি এ দিবসের আলোচনায় অংশ নেয় না - Alokitobarta
আজ : শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
সড়ক অবরোধ করে বিক্ষোভ,নথুল্লাবাদে বাস শ্রমিকদের মাঝে উত্তাপ বর্তমানে দেশের ট্যানারি শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৩ হাজার ৫০০ টাকা পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকায় আগুন লেগেছে চারদিন পার হলে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না জেলেরা দেশের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সচল করত... সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে ইসলামে সব ধরনের সুদই হারাম,সুদের ভয়াবহতা কয়েক সপ্তাহ ধরে অস্থির সবজির বাজার তীব্র তাপপ্রবাহের কারণে ২৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত জয়ে দিয়ে শুরু বাংলাদেশের

জিয়াউর রহমান জেলহত্যার প্রধান কুশীলব বলেই বিএনপি এ দিবসের আলোচনায় অংশ নেয় না


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জিয়াউর রহমান জেলহত্যার প্রধান কুশীলব বলেই বিএনপি এ দিবসের আলোচনায় অংশ নেয় না।শুক্রবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে জাতীয় সংসদে জেলহত্যা দিবসের আলোচনায় বিএনপির অংশ না নেওয়ার কারণ জানতে চাইলে সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী।হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি আলোচনা করলে এটাই উঠে আসবে এবং উঠে আসা উচিত যে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ইন্ধনেই তার অনুগত সেনারা কারাগারে মধ্যে জাতীয় চার নেতাকে হত্যা করেছিল। তারা জেলহত্যা নিয়ে কি বলবে! তারা দায়টা স্বীকার করতে পারে। তাদের প্রতিষ্ঠাতা যেহেতু এ জেলহত্যার সঙ্গে জড়িত, সেজন্য তারা এ দিবসের আলোচনায় অংশ নেয় না।বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের হামলা নিয়ে প্রশ্ন করলে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘বিচারপতি শামসুদ্দিন মানিক একজন উদার মনের মানুষ, গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করেন এবং মুক্তমত চর্চা করেন। স্বাধীনতার স্বপক্ষের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর তিনি। ছাত্রদলের ইন্ধনেই তার ওপরে হামলা হয়েছে এবং ছাত্রদলের চারজন গ্রেফতার হয়েছে।

তিনি বলেন, ‘এতে এটাই প্রমাণিত হয় আমরা যে বলে আসছি- বিএনপি সারাদেশে নাশকতার ছক এঁকেছে, সেটি সত্য। এ আন্দোলনের আড়ালে তারা দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা করছে। সেটিরই বহিঃপ্রকাশ হচ্ছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা।বিএনপি-জামায়াত জোট এ ধরনের আরও হামলা করার পরিকল্পনা করেছে’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তাদের ছত্রছায়ায় যে অপশক্তি জঙ্গিগোষ্ঠী আছে, তারা এগুলো করছে। এজন্য বারবার আমরা দেশবাসীকে সতর্ক করেছি। দেশবাসীর প্রতি আহ্বান জানাই- এ অপশক্তিকে রুখতে হবে।

Top
%d bloggers like this: