কোন বয়সে কত ঘণ্টা ঘুমানো দরকার - Alokitobarta
আজ : শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
দেশের আবহাওয়ায় বিরাজ করছে মরুভূমির তাপ,বৃষ্টির বাতাস সরে গেছে চীনের দিকে আকাশে বুলেট-বারুদের ধোঁয়া,ঘুম থেকে উঠলেই সাইরেনের শব্দ তড়িঘড়ি ও জোরপূর্বক ব্যাংক একীভূতকরণ ব্যাংকিং খাতে অব্যাহত দায়মুক্তির নতুন মুখোশ গণমাধ্যমে প্রচারিত খবর সঠিকভাবে প্রকাশিত হচ্ছে না,জনমনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে পোশাক কারখানায় কর্মরত শ্রমিকের উন্নতি হয়নি দলের সিদ্ধান্তের প্রতি সম্মান না দেখালে তা শৃঙ্খলাভঙ্গ হিসাবেই গণ্য করা হবে শহর, বন্দর, গ্রাম-সব জায়গায় গ্রীষ্মের রুদ্ররোদ গ্যাসের মূল্য ৩০০ শতাংশ পর্যন্ত বেড়েছে,বেড়েছে বিদ্যুতের মূল্যও প্রতিটি ধাপেই ভোটের দিন পরিস্থিতির অবনতি হতে পারে-এমন আশঙ্কা উপজেলা পরিষদ নির্বাচনে এমপি-মন্ত্রীর ‘স্বজন’ নিয়ে জটিলতা আওয়ামী লীগে

কোন বয়সে কত ঘণ্টা ঘুমানো দরকার


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া:ঘুম হচ্ছে মানুষ এবং অন্যান্য প্রাণীর দৈনন্দিন কর্মকান্ডের ফাঁকে বিশ্রাম নেওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া। শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিকঠাক রাখতে পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই।ঘুম ঠিকমতো না হলে এর বিরূপ প্রভাব পড়তে পারে আমাদের প্রাত্যহিক জীবনে। সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর রাতে অন্তত সঠিকভাবে ঘুমানো উচিত।

কোন বয়সে কতক্ষণ ঘুমানো দরকার-

১। নবজাতক অর্থাৎ শূন্য থেকে ৩ মাস পর্যন্ত ১৪ থেকে ১৭ ঘণ্টা ঘুমাতে হবে।

২। ছোট শিশু অর্থাৎ ৪ থেকে ১১ মাস পর্যন্ত ১২ থেকে ১৫ ঘণ্টা ঘুমাতে হবে।

৩। শিশু অর্থাৎ ১ থেকে ২ বছর পর্যন্ত ১১ থেকে ১৪ ঘণ্টা ঘুমাতে হবে।

৪। প্রাকস্কুল বয়সী অর্থাৎ ৩ থেকে ৫ বছর পর্যন্ত ১০ থেকে ১৩ ঘণ্টা ঘুমাতে হবে।

৫। স্কুলবয়সী শিশু অর্থাৎ ৬ থেকে ১৩ বছর পর্যন্ত ৯ থেকে ১১ ঘণ্টা ঘুমাতে হবে।

৬। কৈশোরকাল অর্থাৎ ১৪ থেকে ১৭ বছর পর্যন্ত ৮ থেকে ১০ ঘণ্টা ঘুমাতে হবে।

৭। তরুণ অর্থাৎ ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমাতে হবে।

৮। প্রাপ্তবয়স্ক অর্থাৎ ২৬ থেকে ৬৪ বছর পর্যন্ত ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমাতে হবে।

৯। ৬৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমাতে হবে।

Top
%d bloggers like this: