এমবিবিএস-বিডিএসে ভর্তি হতে থাকতে হবে যেসব যোগ্যতা - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ কোনো অবৈধ বিদেশির জায়গা হবে না বাংলাদেশে ফায়ার সার্ভিসের ডিজি পরিবর্তন হলেও আওয়ামী লীগের প্রেতাত্মারা হেড অফিসে রয়েছে বহাল তবিয়তে এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা , কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এিপুরা ,কাশ্মীরসহ ভারতের বিরোধীপূর্ণ বিভিন্ন রাজ্যে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি এবার বিআরটি লেইনে গুলিস্থান হয়ে গাজীপুর চলাচল করবে বিআরটিসির এসি বাস ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনারা,ভারতের সঙ্গে আর নতজানু পররাষ্ট্রনীতি নয় অন্তর্বর্তী সরকারের মধ্যে ফ্যাসিজমের প্রেতাত্মারা এখনো অবস্থান করছে থেমে আছে গ্রেফতারের উদ্যোগ

এমবিবিএস-বিডিএসে ভর্তি হতে থাকতে হবে যেসব যোগ্যতা


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া: বাংলাদেশের সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে ন্যূনতম জিপিএতে ৯ পয়েন্ট থাকতে হবে।মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ ও ইউনিটের জন্য এমবিবিএস এবং বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ এ এসব তথ্য জানানো হয়।বিএমডিসির নীতিমালায় বলা হয়, দেশের প্রার্থীকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি বা সমমান দুটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯ পয়েন্ট হতে হবে।জিপিএর বাইরে বাংলাদেশি শিক্ষার্থীদের আরও যেসব যোগ্যতা থাকতে হবেদেশি প্রার্থীকে এসএসসি, ‘ও’ লেভেল অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে।এইচএসসি, ‘এ’ লেভেল অথবা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগসহ অবশ্যই পদার্থ বিজ্ঞান (ফিজিক্স), রসায়ন (ক্যামেস্ট্রি) ও জীববিজ্ঞান (বায়োলজি) পাঠ্য থাকতে হবে এবং জীববিজ্ঞানে (বায়োলজি) ন্যূনতম জিপিএ ৪.০ পয়েন্ট থাকতে হবে।

বিদেশি প্রার্থীর ক্ষেত্রে
সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে বিদেশি প্রার্থী ভর্তির ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি ‘এ’ লেভেল বা সমমানের পরীক্ষায় জিপিএ ৫.০০ স্কেলে সর্বনিম্ন মোট জিপিএ ৯ এবং জীববিজ্ঞানে জিপিএ ৪.০০ পয়েন্ট থাকতে হবে।অন্যদিকে বেসরকারি মেডিকেল কলেজ/ডেন্টাল কলেজ/ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য বিদেশি প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি বা যে দেশে এসএসসি পর্যায়ে পাবলিক পরীক্ষা নেই সে দেশের ক্ষেত্রে দশম শ্রেণি ‘ও’ লেভেল এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বনিম্ন মোট জিপিএ ৭ এবং জীববিজ্ঞানে জিপিএ ৩.৫০ পয়েন্ট থাকতে হবে।

উপজাতি ও পার্বত্য জেলায়
নীতিমালা অনুযায়ী দেশের পশ্চাদপদ জনগোষ্ঠী অর্থাৎ সব উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষা দুটিতে মোট জিপিএ কমপক্ষে ৮ পয়েন্ট হতে হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ পয়েন্ট এর কম থাকলে আবেদনের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। এক্ষেত্রে জীববিজ্ঞানে জিপিএ ৩.৫০ পয়েন্ট থাকতে হইবে।

এছাড়াও আবেদনকারী ভর্তিচ্ছুদের যে শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাকে সর্বশেষ সেই শিক্ষাবর্ষে বা তৎপূর্ববর্তী শিক্ষাবর্ষে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া সর্বশেষ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত এইচএসসি বা সমমান পরীক্ষার আগের তিন শিক্ষাবর্ষের মধ্যে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।নীতিমালা অনুযায়ী, এমবিএবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। এছাড়া শুধুমাত্র সরকার কর্তৃক বিদেশিদের জন্য সংরক্ষিত সরকারি আসনে এবং বিদেশিদের জন্য বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ডেন্টাল ইউনিটে নির্ধারিত কোটায় বিদেশি প্রার্থীরা আবেদন করতে পারবে।

Top