আ.লীগের জাতীয় কাউন্সিল নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে - Alokitobarta
আজ : বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আ.লীগের জাতীয় কাউন্সিল নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে


আলোকিত বার্তা:নির্দিষ্ট সময়ের মধ্যে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে এক যৌথ সভার পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।হানিফ বলেন, আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে আগামী অক্টোবর মাসে। নির্দিষ্ট সময়ে যাতে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়, সেই ব্যাপারে আজকের সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সারাদেশে আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে।তিনি বলেন, ইতোমধ্যে আটটি বিভাগীয় শহরে আওয়ামী লীগের সাব কমিটি গঠন করা হয়েছে। আমরা আশা করছি নির্দিষ্ট সময়ে তৃণমূল পর্যায়ে কাউন্সিলিংয়ের মাধ্যমে সাজিয়ে জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত করতে পারব।

প্রধামন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস প্রসঙ্গে হানিফ বলেন, ১৭ মে জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৮১ সালে ১৭ মে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা দেশে ফিরে আসেন। দেশের মানুষের ত্রাণকর্তা হিসাবে দেশে ফিরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার পরে দেশকে আবার শোষণমুক্ত করেন। বাংলাদেশ আওয়ামী লীগকে সমৃদ্ধ করেন। আওয়ামী লীগের এ যুগ্ম সম্পাদক বলেন, শেখ হাসিনা বিভিন্ন সময়ে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে চতুর্থ বারের মতো সরকার গঠন করেছেন। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম করেছিলেন সেই অর্থনেতিক মুক্তি দিয়েছে। বাংলাদেশ আজকে চরম দরিদ্র দেশ থকে উন্নয়নশীল দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে।তিনি বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। আজকের সারা বিশ্বে বাংলাদেশের অর্থনীতি প্রশংসিত হচ্ছে। প্রধানমন্ত্রীর রাষ্ট্র পরিচালনার নীতি প্রশংসিত হচ্ছে। জাতিকে মর্যাদার আসনে বসিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১৭ মে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেই সাথে আলোকচিত্র প্রদর্শনীসহ নানা অনুষ্ঠানের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এছাড়া সারা দেশের উপজেলা, জেলা পর্যায়ে এই কর্মসূচি পালন করা হবে। শুধু ১৭ মে নয় ১৭ মে থেকে ৩১ মে আমাদের প্রতিটি দিবসই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অনুষ্ঠিত হবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রসঙ্গ এনে হানিফ বরেন, ওবায়দুল কাদের এখন সম্পূর্ণ সুস্থ। বুধবার সন্ধ্যা ৬টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। আওয়ামী লীগ বিমানবন্দরে ওবায়দুল কাদেরকে স্বাগত জানাবে।এ সময় উপস্থিত ছিলেন দলটির নেতা জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, মেজবাহ উদ্দিন সিরাজ, হাবিবুর রহমান সিরাজ, সুজীত রায় নন্দী, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ফরিদুন্নাহার লাইলী, অপু উকিল, প্রকৌশলী আবদুস সবুর প্রমুখ।

Top