বরিশাল ভোলা মহাসড়কে ট্রাক চাপায় নিহত ১ আহত ২ ।



মোঃ ফেরদাউস:বরিশাল ভোলা মহাসড়কে ট্রাক চাপায় হারুন দালাল নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন. আহত হয়েছে ২ জন । গতকালনিহতর বাড়ি ভোলা জেলার চরফ্যাসন উপজেলার মৃত্যু শাহআলম মাঝীর পুত্র মাছ ব্যবসায়ী হারুন দালাল । বিকেল ৩.১০ মিনিটের দিকে
এ ঘটনার সৃষ্টি হয় । লাহারহাট থেকে বরিশালের উদ্দেশ্য ভাড়ায় চালিত মটরসাইকেল চাপা দেয় ঢাকা মেট্রো Ñ ট ১৮-৪১৩৯ নং
একটি ট্রাক । ভাড়ায় চালিত মটর সাইকেল চালক আজাদ দুইজন যাত্রী নিয়ে যাওয়ার সময় কুন্ডবাড়ি নামক স্থানে গেলে পিছন
থেকে ধান ভর্ত ট্রাক তাদের চাপা দেয় । তাৎখনিক খবর পেয়ে বন্দর থানার অসি তদন্ত ফয়সাল আহম্মেদ ঘটনা স্থানে গিয়ে নিহতর
লাশ ময়না তদন্তর জন্য বরিশাল শেরে বাংলা ম্যাডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন । এসময় ঘটনা স্থান থেকে ঘাতক ট্রাকটি
আটক করে বন্দর থানায় নেয় পুলিশ।পুলিশ জানিয়েছে এঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে ।