বরিশালে র‌্যালি সড়কে জনসচেতনতা বাড়াতে - Alokitobarta
আজ : বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে র‌্যালি সড়কে জনসচেতনতা বাড়াতে


আলোকিত বার্তা:নিরাপদ সড়ক নিশ্চিতে জনসচেতনতা বাড়াতে বরিশালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।চালালে গাড়ি সাবধানে,বাঁচবে সবাই প্রাণেএ স্লোগানে মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে নগরের সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসন ও বিআরটিএ’র আয়োজনে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সেখালে জেলা প্রশাসকের সভাকক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুজ্জামানের সভাপতিত্বে সড়ক নিরাপত্তা ও জনসচেতনতা বিষয় সেমিনার অনুষ্ঠিত হয়।এসময় বরিশাল সিটি করপোরেশেনের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল হাসা,বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. খায়রুল আলম, বিআরটিএ’র উপ-পরিচালক (ইঞ্জি) মো. মহসিন হোসেনসহ বিভিন্ন যানবাহনের মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।সভায় ট্রাফিক আইন মেনে যানবাহন চালনাসহ রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বনসহ নানান সচেতনতামূলক বিষয়ে আলোচনা করা হয়।

Top