বেনাপোল পোর্ট থানার পুলিশের পৃথক অভিযানেভারতীয় ফেন্সিডিল ও বেটসীটসহ তিনজন আটক - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগ আগামী তিনদিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে স্বৈরাচারী ব্যবস্থা যাতে আবার ফিরে আসতে না পারে সেজন্য কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করা বৈষম্য ও শোষণের শিকল ছিঁড়ে বারবার গণমানুষকে মুক্তি দিয়েছে দেশের তরুণরাই নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই দেশের সব সাংবাদিকের জন্য বেতন ৩০ হাজার অথবা ৪০ হাজার-ই হোক এর নিচে নামা যাবে না নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১০ প্রশাসনের শীর্ষ পদে রেকর্ড চুক্তিভিত্তিক নিয়োগ,১২ সচিব ওএসডি ফ্যাসিবাদের সুবিধাভোগী এসপিরা এখনো আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে ব্যাংক লুটের টাকা ৪ দেশে পাচার,নজিরবিহীন জালিয়াতির তথ্য বেরিয়ে আসছে

বেনাপোল পোর্ট থানার পুলিশের পৃথক অভিযানেভারতীয় ফেন্সিডিল ও বেটসীটসহ তিনজন আটক


মোঃসাগর হোসেনবেনাপোল(যশোর)প্রতিনিধি:যশোরের বেনাপোলপোর্ট থানার পুলিশের পুথক অভিযানে ৩০ বোতলভারতীয় ফেন্সিডিল ও ২০ পিস বেটসীট সহ তিনপাচারকারীকে আটক করে।মঙ্গলবার(২৩/০৪/১৯ইং) তারিখ সকালে গোপন সংবাদেরভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই কাজীএহসানুল হক,এএসআই রিপন দাস ও এএসআইআলমগীর হোসেন পোর্ট থানাধীন বৃত্তি আঁচড়াগ্রাম থেকে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ বৃত্তিআঁচড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে রায়হানউদ্দিন(৩৫)কে আটক করে।

অপর দিকে বেনাপোলপোর্ট থানাধীন গোলদার মসজিদ এর সামনে থেকে২০ পিস উন্নতমানের বেডসীট ও একটিপ্রাইভেটকার সহ ঝিকরগাছা থানাধীন পঞ্চনগরগ্রামের কদম আলীর ছেলে স¤্রাট(২৫) ও পুরুন্দপুরগ্রামের কামরুল সরদারের ছেলে মাসুম সরদার(৩০)কেআটক করে।বেনাপোল পোর্ট থানার এসআই কাজী এহসানুলহক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলপোর্ট থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৩০বোতল ভারতীয় ফেন্সিডিল ও ২০ পিস উন্নতমানেরবেডসীটসহ তিনজনকে আটক করি।তিনি আরো জানান,আটক আসামীদেরকে মাদকআইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে বিজ্ঞআদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Top