মির্জাগঞ্জে বিনামূল্যে সার ও বীজ বিতরন উদ্বোধন
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা কৃষি বিভাগের উদ্যেগে কৃষিপ্রনোদনা কর্মসূচির আওতায় ২হাজার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিককৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও আউশের বীজ বিতরনের উদ্বোধন করাহয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সার ও বীজবিতরনের উদ্বোধন করেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্বএ্যাডভোকেট মোঃ শাহাজান মিয়া (এমপি)।
মির্জাগঞ্জের ভারপ্রাপ্তউপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী’র সভাপতিত্বে বিশেষঅতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বকরসিদ্দিকী,উপজেলা আওয়ামীলীগের আহবায়ক গাজী আতাহার উদ্দীনআহম্মদ,যুগ্ন-আহবায়ক মোঃ ইউনুচ আলী সরদার,আওয়ামীলীগ নেতামোঃ জসিম উদ্দিন জুয়েল ব্যাপরী,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃমোস্তফা কামাল ও উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ নজরুলইসলাম প্রমূখ। প্রত্যেক কৃষককে ২৫ কেজি করে সার ও ৫ কেজি করেআউশের বীজ বিনামূল্যে প্রদান করা হয়।