মহাসড়ক অবরোধ কর্মসূচি স্থগিত ববি শিক্ষার্থীদের
আলোকিত বার্তা:উপাচার্যের পদত্যাগের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে, দাবি না মানা হলে বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা ১১ টার পর ফের বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করা হবে জানিয়েছেন শিক্ষার্থীরা।
যাত্রী ভোগান্তি ও এইচএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে বুধবার (১০ এপ্রিল) বিকেল ৫ টার পর অবরোধ কর্মসূচি স্থগিত করেন ববি শিক্ষার্থীরা।বিষয়টি নিশ্চিত করে ববি শিক্ষার্থী জহিরুল ইসলাম আলোকিত বার্তাকে বলেন, উপাচার্যের পদত্যাগ বা ছুটিতে যাওয়ার বিষয়টি লিখিতভাবে না পাওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। এজন্যই বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করা হয়। কিন্তু যাত্রী ভোগান্তি ও এইচএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে অবরোধ তুলে নেওয়া হয়েছে। তবে উপাচার্যের পদত্যাগ বা ছুটিতে যাওয়ার বিষয়টি লিখিত আকারে না পাওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি থেকে পিছু হটবে না শিক্ষার্থীরা।তাই বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা ১১ টা পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। আমাদের দাবি না মানা হলে বৃহস্পতিবার ১১ টার পরে পুনরায় বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করা হবে বলেও জানান জহিরুল ইসলাম।এদিকে,দীর্ঘসময় অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন বরিশাল থেকে পটুয়াখালী,বরগুনা,ভোলা রুটের যাত্রীরা।সড়কের তিনপ্রান্তে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যাত্রীবাহী বাসের পাশাপাশি পণ্যবাহী ট্রাকসহ কয়েকশত যানবাহন আটকা পরে। তবে অবরোধ তুলে নেওয়া যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।