মহাসড়ক অবরোধ কর্মসূচি স্থগিত ববি শিক্ষার্থীদের - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগ আগামী তিনদিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে স্বৈরাচারী ব্যবস্থা যাতে আবার ফিরে আসতে না পারে সেজন্য কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করা বৈষম্য ও শোষণের শিকল ছিঁড়ে বারবার গণমানুষকে মুক্তি দিয়েছে দেশের তরুণরাই নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই দেশের সব সাংবাদিকের জন্য বেতন ৩০ হাজার অথবা ৪০ হাজার-ই হোক এর নিচে নামা যাবে না নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১০ প্রশাসনের শীর্ষ পদে রেকর্ড চুক্তিভিত্তিক নিয়োগ,১২ সচিব ওএসডি ফ্যাসিবাদের সুবিধাভোগী এসপিরা এখনো আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে ব্যাংক লুটের টাকা ৪ দেশে পাচার,নজিরবিহীন জালিয়াতির তথ্য বেরিয়ে আসছে

মহাসড়ক অবরোধ কর্মসূচি স্থগিত ববি শিক্ষার্থীদের


আলোকিত বার্তা:উপাচার্যের পদত্যাগের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে, দাবি না মানা হলে বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা ১১ টার পর ফের বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করা হবে জানিয়েছেন শিক্ষার্থীরা।

যাত্রী ভোগান্তি ও এইচএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে বুধবার (১০ এপ্রিল) বিকেল ৫ টার পর অবরোধ কর্মসূচি স্থগিত করেন ববি শিক্ষার্থীরা।বিষয়টি নিশ্চিত করে ববি শিক্ষার্থী জহিরুল ইসলাম আলোকিত বার্তাকে বলেন, উপাচার্যের পদত্যাগ বা ছুটিতে যাওয়ার বিষয়টি লিখিতভাবে না পাওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। এজন্যই ব‌রিশাল-পটুয়াখালী মহাসড়ক অব‌রোধ করা হয়। কিন্তু যাত্রী ভোগান্তি ও এইচএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে অবরোধ তুলে নেওয়া হয়েছে। তবে উপাচার্যের পদত্যাগ বা ছুটিতে যাওয়ার বিষয়টি লিখিত আকারে না পাওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি থেকে পিছু হটবে না শিক্ষার্থীরা।তাই বৃহস্পতিবার (১১ এপ্রিল) বেলা ১১ টা পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। আমাদের দাবি না মানা হলে বৃহস্পতিবার ১১ টার পরে পুনরায় বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করা হবে বলেও জানান জহিরুল ইসলাম।এদিকে,দীর্ঘসময় অবরোধের কারণে ভোগান্তিতে পড়েন বরিশাল থেকে পটুয়াখালী,বরগুনা,ভোলা রুটের যাত্রীরা।সড়কের তিনপ্রান্তে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যাত্রীবাহী বাসের পাশাপাশি পণ্যবাহী ট্রাকসহ কয়েকশত যানবাহন আটকা পরে। তবে অবরোধ তুলে নেওয়া যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

Top