মির্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ডিস ব্যবসায়ীর মৃত্যু\ পুলিশ সদস্যসহ আহত-৩
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সড়কদুর্ঘটনায় এক ডিস ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ও পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সকালএগারোটার সময়ে উপজেলার বরগুনা-চান্দখালী-সুবিদখালী-বাকেরগঞ্জমহাসড়কের রানীপুর নামক স্থানে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলারমজিদবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে আবদুল লতিফ খান(৫৫) কাজেরউদেশ্যে মটরসাইকেল যোগে উপজেলা সদরস্থ সুবিদখালী যাওয়ার পথে বরগুনা-চান্দখালী-সুবিদখালী-বাকেরগঞ্জ মহাসড়কের রানীপুর নামক স্থানে পৌছলেবিপরীত দিক থেকে আসা অণ্য একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখিসংঘর্ষ হলে ঘটনাস্থলেই আঃ লতিফ খাঁনের মৃত্যু হয়।
এসময় স্থানীয়লোকজন আহতদের উদ্ধার মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলেদায়িত্বরত চিকিৎসক গুরুতর আহত পুলিশ সদস্য মোঃ রাজুসিকদার(২৮),মোঃ নেওয়াজ সিকদার(২৫) ও কার্তিক সিকদার(৪০) কে উন্নতচিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণকরেন। নিহত আঃ লতিফ খাঁন আয়লা-হাবিব বাজার এলাকায় ডিসের ব্যবসাকরে আসছিলো এবং উপজেলার কুদবারচর গ্রামের মোঃ গফুর খাঁনের পুত্রসে। এব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাসুমুররহমান বিশ্বাস জানান, পরিবারের কাছ থেকে এ ঘটনায় কোন অভিযোগনা থাকায় লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।