মির্জাগঞ্জে গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে গলায় ফাঁস দিয়ে দুই সন্তানের জননীরআত্মহত্যা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত তিনটার দিকে উপজেলারআমাড়াগাছিয়া ইউনিয়নের উত্তর আমড়াগাছিয়া গ্রামে। পরিবার ওস্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামের দিনমজুরমোঃ হাবিব জোমাদ্দারের স্ত্রী দুই সন্তানের জননী মোসাম্মৎ তহমিনাবেগম(৩৫) দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন।
ওইদিন রাত তিনটারদিকে সবার অগোচরে ঘর থেকে বের হয় এবং নিজ বসত ঘরের পিছনে খালপাড়ের একটি গাছের সাথে গলায় ফাঁসদিয়ে আত্মহত্যা করে। পরে তাঁরলাশটি উদ্ধার করে মির্জাগঞ্জ হাসপতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃতঘোষনা করেন। এব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃমাসুমুর রহমান বিশ্বাস জানান,খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তেরজন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়াহবে।