হজে না যাওয়া ব্যক্তিদের ১৮৮ কোটি টাকা ফেরত দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় - Alokitobarta
আজ : সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
ক্রান্তিলগ্নে সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সাম্প্রতিক বন্যায় দেশের ১০ জেলায় ১৪ হাজার ৪২১ কোটি টাকা ক্ষতি হয়েছে নিয়ন্ত্রণ ঠিকাদারের হাতে,সোয়া ১২ কোটি ভোটারের তথ্যভান্ডার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে নীতি সুদের হার বাড়িয়েই চলেছে কেন্দ্রীয় ব্যাংক প্রতিরোধহীন হারে শুরু বাংলাদেশের সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিশুদের সুন্দর বিকাশ নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান মানবিক ও সুন্দর বিশ্ব গড়তে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের বিকল্প নেই অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৩০ কর্মকর্তাকে বদলি দেশের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণও লাফিয়ে বাড়ছে এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেফতার

হজে না যাওয়া ব্যক্তিদের ১৮৮ কোটি টাকা ফেরত দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়


মোহাম্মাদ মুরাদ হোসেন : প্রাক-নিবন্ধন করেও হজে না যাওয়া ব্যক্তিদের ১৮৮ কোটি টাকা ফেরত দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়। ৮০৭টি বেসরকারি এজেন্সির মাধ্যমে নিবন্ধিত ৬৩ হাজার ৩৮১ জন এ টাকা ফেরত পাবেন।জানা যায়, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো: মঞ্জুরুল হক সোনালী ব্যাংক পিএলসির মতিঝিলের স্থানীয় কার্যালয় শাখায় গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠি সূত্রে জানা যায়, যারা বেসরকারি বিভিন্ন এজেন্সির মাধ্যমে প্রাক-নিবন্ধন করেও গত দুই বছর হজে যাননি এবং যাদের পরিবর্তে (রিপ্লেসমেন্ট) অন্য ব্যক্তি হজে গেছেন তাদের প্রাক-নিবন্ধনের সময় জমা দেয়া টাকা ফেরত দেয়া হচ্ছে। প্রথমে সোনালী ব্যাংক থেকে টাকা এজেন্সিকে ফেরত দেয়া হবে এবং সেখান থেকে প্রাক-নিবন্ধন করা ব্যক্তিরা তা ফেরত পাবেন।চিঠিতে আরো বলা হয়, মোট ৬৩ হাজার ৩৮১ জন ১৮৮ কোটি ৪১ লাখ ৮০ হাজার ৪৪০ টাকা ফেরত পাবেন। এর মধ্যে ৬১ হাজার ৩৪৫ জন ২৯ হাজার ৭৫২ টাকা করে এবং ২০৩৬ জন পাবেন ২৯ হাজার টাকা করে।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা যায়,গত বছর হজযাত্রীদের প্রাক-নিবন্ধনের জন্য ৩০ হাজার টাকা জমা দিতে হতো। তবে এর আগের বছরগুলোতে প্রাক-নিবন্ধন করতে টাকা জমা দিতে হতো ৩০ হাজার ৭৫২ টাকা করে।জানা যায়, হজযাত্রীরা প্রাক-নিবন্ধনের সময় ৩০ হাজার ৭৫২ টাকা এবং ৩০ হাজার টাকা করে জমা দিলেও ধর্ম মন্ত্রণালয় প্রসেসিং চার্জ বাবদ এক হাজার টাকা করে কেটে রেখেছে। এ ছাড়া এজেন্সির কাছে টাকা ফেরত যাওয়ার পর এজেন্সিগুলো হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২ (সংশোধিত ) এর ২৭ (৩) বিধি অনুযায়ী সার্ভিস চার্জ বাবদ হজযাত্রী প্রতি সর্বোচ্চ দুই হাজার টাকা করে কেটে রাখতে পারবে। তবে কেউ ইন্তেকাল করলে তার পরিবারকে সব টাকা ফেরত দিতে হবে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম বলেন, যারা হজে যাওয়ার জন্য ২০২২ ও ২০২৩ সালে প্রাক-নিবন্ধন করেছেন কিন্তু হজে যাননি, তাদের আমরা নিবন্ধনের জন্য দুইবার আহ্বান করেছিলাম। কিন্তু তারা হজ করতে না যাওয়ায় সরকার তাদের প্রাক-নিবন্ধন বাতিল করে তাদের টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। একইভাবে যারা প্রাক-নিবন্ধন করেও হজে যাননি বরং তাদের পরিবর্তে অন্যজন গেছেন তাদেরও প্রাক-নিবন্ধন বাতিল করে টাকা ফেরত দেয়া হচ্ছে।

Top