৫ যাত্রী নিহত হওয়ার ঘটনায় দুই লঞ্চের রুট পারমিট স্থগিত করা হয়েছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

৫ যাত্রী নিহত হওয়ার ঘটনায় দুই লঞ্চের রুট পারমিট স্থগিত করা হয়েছে


মোহাম্মাদ আবুবকর সিদ্দীক ভুঁইয়া : সদরঘাট টার্মিনালে লঞ্চের ছিঁড়ে আসা দড়ির আঘাতে পন্টুনে থাকা ৫ যাত্রী নিহত হওয়ার ঘটনায় দুই লঞ্চের রুট পারমিট স্থগিত করা হয়েছে। পাশাপাশি নিহতদের পরিবারকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাতে এ তথ্য জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান।তিনি জানান,এমভি ফারহান-৬ এবং এমভি তাসরিফ-৪ লঞ্চ দুটির রুট পারমিট ও সময়সূচি স্থগিত করা হয়েছে।এদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা এহতেশামুল পারভেজ জানান, বিআইডব্লিউটিএর পক্ষ হতে প্রতি মৃত ব্যক্তির নমিনির কাছে দাফন-কাফন বাবদ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

দুপুরে এই দুর্ঘটনা তদন্তে বিআইডব্লিউটিএর পরিচালক (ক্রয় ও সংরক্ষণ) মো. রফিকুল ইসলামকে কমিটির আহ্বায়ক করে, নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক এস এম আজগর আলী এবং বন্দর শাখার যুগ্ম পরিচালক মো. কবীর হোসেনকে নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৫ কর্মদিবসের মধ্যে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের কাছে তদন্ত প্রতিবেদন পেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Top
%d bloggers like this: