সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে - Alokitobarta
আজ : রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে


সন্ত্রাসীরা সাংবাদিকদের খুন করে? রাজনীতিবিদ,আইনশৃঙ্খলা বাহিনী সুযোগ পেলে সাংবাদিকদের নামে মামলা দেয়। আবার কথায় কথায় রাজপথে সাংবাদিক পেটায়। এদেশে বরাবরই নানাভাবে হামলা মামলার শিকার হচ্ছেন গণমাধ্যমকর্মীরা। সন্ত্রাসী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এমনকি রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি পর্যন্ত সুযোগ পেলে সাংবাদিকদের ওপর ঝাল মেটায়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কাউকে ছাড় না দিয়ে একজন সাংবাদিককে ঘুষ-দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে লিখতে হয়। আর তাতেই ক্ষেপে যান সংশ্লিষ্টরা। কখনো জীবন কেড়ে নেওয়া, কখনো শরীরে হামলা, আবার প্রায়শই মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে সাংবাদিকদের। সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন, নিপীড়ন এখন শুধু রাজধানী ঢাকায় সীমাবদ্ধ নেই। দেশের প্রত্যন্ত অঞ্চলেও কারণে-অকারণে সাংবাদিকদের ওপর হামলা করা হচ্ছে, সাংবাদিক খুন হচ্ছে।

আজ ২৯ জানুয়ারি ২০২২ সর্বশেষ সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও। কিছুদিন আগে রংপুর মেট্রোপলিটন এলাকায় মাদক কারবারিদের হামলা – মামলার শিকার হন তরুন এজাজ আহমেদ ও তার পরিবার,ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের দুর্নীতি অনিয়ম এবং বিকাশ প্রতারকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক শহীদুল ইসলামের নামে দুটি সাজানো মামলা করেন। আমার মতে রংপুরের সদর ও ঠাকুরগাঁও থানার ওসিকে প্রত্যাহার করা উচিত।

লেখক:
খায়রুল আলম রফিক
সিনিয়র সাংবাদিক
সভাপতি (বনেক)

Top
%d bloggers like this: