জোটবদ্ধ সাংবাদিকতার বিকল্প নেই - Alokitobarta
আজ : রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

জোটবদ্ধ সাংবাদিকতার বিকল্প নেই


মাসুদ রানা:সমাজে কোলাবরেটিভ বা জোটবদ্ধ সন্ত্রাস-মুখোশধারী মিডিয়া ব্যক্তিত্ব-ঘুষখোর-অপ-রাজনৈতিকদের উত্থান হয়েছে। এদের বিরুদ্ধে সাংবাদিকরা লেখালেখি করলে বা কথা বললে জোটবদ্ধ হয়ে নিপীড়ন শুরু করে। যে কারনে একটি পত্রিকা বা একজন রিপোর্টার অনুসন্ধানী রিপোর্ট করতে গেলে ডিজিটাল আইন অথবা নানা ধরনের মিথ্য ঘটনার হয়রানীর শিকার হতে হয়।তাই সংবাদকর্মিদের সাংবাদিকতায় যুক্ত থাকা বর্তমান সময়ে অনেক ঝুঁকি হয়ে উঠেছে।এখান থেকে পরিত্রানের জন্য পত্রিকাগুলোকে ও সাংবাদিকদেরকে কোলাবরেটিভ বা জোটবদ্ধ হয়ে যে কোন রিপোর্ট করতে হবে। অর্থাৎ একই বিষয়ে অনুসন্ধানী রিপোর্ট বিভিন্ন এঙ্গেলে অনেকগুলো পত্রিকায় প্রকাশ করতে হবে। সে ক্ষেত্রে সাংবাদিকদের জোট বেধে মাঠে কাজ করতে হবে। তাছাড়া পেশাগত দিক থেকে ক্রেডিট নিতে-সুনাম অর্জন করতে বা কেরিয়ার প্রোফাইলে নিজের স্বকীয়তার জানান দিতে একজন রিপোর্টার একাই একটি বিষয়ে অনুসন্ধান করে রিপোর্ট প্রকাশ করবে এটাই স্বাভাবিক।

কিন্তু জোটবদ্ধ সন্ত্রাসের হাত থেকে জনগনকে বাঁচাতে হলে জোটবদ্ধ সাংবাদিকতার বাস্তবতা সামনে এসেছে। তা না হলে বিছিন্ন ভাবে সাংবাদিকদের বা প্রত্রিকা মালিকরা নির্যাতনের শিকার হচ্ছেন অথবা দালালদের মতো পা চেটে ভালো আছি বলে জানান দিতে হয়। বর্তমানে বরিশাল মিডিয়া অঙ্গনে এমনটাই পরিলক্ষীত হচ্ছে। তাই কোলাবরেটিভ বা জোটবদ্ধ সাংবাদিকতার বিকল্প নেই।

লেখক: বরিশাল প্রতিনিধি, দি নিউ নেশন।

Top
%d bloggers like this: