গ্রেফতার উজিরপুরে ধর্ষণ মামলায় যুবক - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রশাসনের শীর্ষ পদে রেকর্ড চুক্তিভিত্তিক নিয়োগ,১২ সচিব ওএসডি ফ্যাসিবাদের সুবিধাভোগী এসপিরা এখনো আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে ব্যাংক লুটের টাকা ৪ দেশে পাচার,নজিরবিহীন জালিয়াতির তথ্য বেরিয়ে আসছে সালমানের পকেটে টিকার ২২ হাজার কোটি টাকা সংস্কার এর মধ্যে করতে হবে,ডিসেম্বরে নির্বাচন সামনে বাম, পেছনে আওয়ামী লীগ,সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র নেপথ্যে কলকাঠি নাড়াচ্ছে যে রাষ্ট্র ,সরকারকে বেকায়দায় ফেলার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ফের বিমান হামলা শুরু করেছে ইসরাইলি সরকারি টাকায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে জাতীয় সংসদ নির্বাচন চাইলে চাপ সৃষ্টি করতে হবে রাজনৈতিক দলগুলোকে

গ্রেফতার উজিরপুরে ধর্ষণ মামলায় যুবক


আলোকিত বার্তা:বরিশালের উজিরপুর উপজেলায় গোসলের ভিডিও ধারণ করে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মিলন রাঢ়ি (২৫) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।বুধবার (২২ মে) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মিলন উজিরপুর উপজেলার মোড়াকাঠি গ্রামের ফারুক রাঢ়ির ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়,বেশ কিছুদিন আগে ভিকটিম (গৃহবধূ) পুকুরে গোসল করার সময় মিলন মোবাইল ফোনে তার ছবি ও ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও দেখিয়ে কৌশলে জিম্মি করে গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করে মিলন। পরে ওই ছবি ও ভিডিও গৃহবধূর স্বামীকে দেখানোর ভয় দেখিয়ে পুনরায় তাকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় মিলন। এক পর্যায়ে মিলন গৃহবধূর স্বামীকে ওই ভিডিও দেখায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় অভিযোগে গৃহবধূ থানায় মামলা দায়ের করেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল আলোকিত বার্তাকে জানান,গৃহবধূর দায়ের করা মামলা অভিযান চালিয়ে মিলনকে গ্রেফতার করা হয়েছে। পরে মিলনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে উজিরপুর উপজেলার ভবানীপুর গ্রামে নবম শ্রেণির ছাত্রীকে প্রতিবেশী যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বুধবার (২২ মে) উজিরপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি শিশির ।

Top