মির্জাগঞ্জে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস পালিত - Alokitobarta
আজ : রবিবার, ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগ আগামী তিনদিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে স্বৈরাচারী ব্যবস্থা যাতে আবার ফিরে আসতে না পারে সেজন্য কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করা বৈষম্য ও শোষণের শিকল ছিঁড়ে বারবার গণমানুষকে মুক্তি দিয়েছে দেশের তরুণরাই নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই দেশের সব সাংবাদিকের জন্য বেতন ৩০ হাজার অথবা ৪০ হাজার-ই হোক এর নিচে নামা যাবে না নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১০ প্রশাসনের শীর্ষ পদে রেকর্ড চুক্তিভিত্তিক নিয়োগ,১২ সচিব ওএসডি ফ্যাসিবাদের সুবিধাভোগী এসপিরা এখনো আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে ব্যাংক লুটের টাকা ৪ দেশে পাচার,নজিরবিহীন জালিয়াতির তথ্য বেরিয়ে আসছে

মির্জাগঞ্জে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস পালিত


মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে কমিউনিটিক্লিনিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গতকাল ববিবার দুপুরে র‌্যালী ও আলোচনা সভাঅনুষ্ঠিত হয়েছে। র‌্যালী পরবর্তী অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজার সভাপতিত্বে প্রধান অতিথিহিসেবে বক্তব্য রাখেন নর্বনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মিসেসহাসিনা হাবিব। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতিমোঃ আনিসুর রহমান,সাংবাদিক উত্তম গোলদার ও মির্জাগঞ্জ স্বাস্থ্যকমেপ্লেক্সের প্রধান সহকারি কাম-হিসাব রক্ষক মোঃ জিয়াউল হক প্রমূখ।

সভায়উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা বলেন,বর্তমান সরকারস্বাস্থ্য সেবা জনগনের দোড় গোড়ায় পৌছে দেয়ার লক্ষে সারাদেশে ১৩ হাজারেওবেশি কমিউনিটি ক্লিনিক সরকারি করেছেন। এসব ক্লিনিকে ৩০ প্রকারেরঔষধ পাওয়া যায়। তারমধ্যে মির্জাগঞ্জে ১৮ কমিউনিটি ক্লিনিক রয়েছে এবংআরো একটি ক্লিেিনকর কাজ চলমান আছে। তাই প্রত্যন্ত অঞ্চালের মানুষজনযাতে স্বাস্থ্য সেবা পেতে পারে সে লক্ষে প্রত্যেককে কমিউনিটি ক্লিনিকেচিকিৎসাসেবা নেয়ার জন্য পরামর্শ দেন।

Top