মির্জাগঞ্জে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস পালিত
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে কমিউনিটিক্লিনিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গতকাল ববিবার দুপুরে র্যালী ও আলোচনা সভাঅনুষ্ঠিত হয়েছে। র্যালী পরবর্তী অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজার সভাপতিত্বে প্রধান অতিথিহিসেবে বক্তব্য রাখেন নর্বনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মিসেসহাসিনা হাবিব। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতিমোঃ আনিসুর রহমান,সাংবাদিক উত্তম গোলদার ও মির্জাগঞ্জ স্বাস্থ্যকমেপ্লেক্সের প্রধান সহকারি কাম-হিসাব রক্ষক মোঃ জিয়াউল হক প্রমূখ।
সভায়উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা বলেন,বর্তমান সরকারস্বাস্থ্য সেবা জনগনের দোড় গোড়ায় পৌছে দেয়ার লক্ষে সারাদেশে ১৩ হাজারেওবেশি কমিউনিটি ক্লিনিক সরকারি করেছেন। এসব ক্লিনিকে ৩০ প্রকারেরঔষধ পাওয়া যায়। তারমধ্যে মির্জাগঞ্জে ১৮ কমিউনিটি ক্লিনিক রয়েছে এবংআরো একটি ক্লিেিনকর কাজ চলমান আছে। তাই প্রত্যন্ত অঞ্চালের মানুষজনযাতে স্বাস্থ্য সেবা পেতে পারে সে লক্ষে প্রত্যেককে কমিউনিটি ক্লিনিকেচিকিৎসাসেবা নেয়ার জন্য পরামর্শ দেন।