বেনাপোল নামাজ গ্রামে জমি সংক্রান্ত দ্বন্ধে গ্রামবাসীর সংবাদ সম্মেলন - Alokitobarta
আজ : বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোল নামাজ গ্রামে জমি সংক্রান্ত দ্বন্ধে গ্রামবাসীর সংবাদ সম্মেলন


মোঃ সাগর হোসেন,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরজেলার শার্শা উপজেলার পোর্ট থানাধীন নামাজ গ্রামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে তুমুলউত্তেজনার সৃষ্টি হয়েছে এতে ঐ গ্রামের ভুক্তভোগী মাহবুব এবংজহর আলী আজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের সেই সমস্যারকথা সাংবাদিকদের সম্মুখে তুলে ধরেন।মঙ্গলবার(২৩/০৪/১৯ইং) তারিখ বেলা ১১ টায় বেনাপোল স্টেশনরোডস্থ সীমান্ত প্রেসক্লাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলনঅনুষ্ঠিত হয়। ভুক্তভোগী মাহবুব বলেন, বেনাপোল পোর্ট থানাধীনবেনাপোল ইউনিয়নের নামাজ গ্রাম এবং সাদীপুর মৌজায়সীমান্ত রেখা বরাবর আমার বাপ-দাদার পৈতৃক সম্পতি, সেখানেপ্রায় ৪০ বছর যাবৎ আমি এবং আমার বংশধরেরা বসবাস করিয়াআসিতেছি।উল্লেখ্য:

নামাজ গ্রাম মৌজায় ২ নং ম্যাপে সেখানে কোনপ্রকার রাস্তা বা তথ্য কথিত খাল ছিল না। আমাদের দুজনার জমিরপাশ্ববর্তী হাকর(বড় ধরনের খাল) থেকে পানি আমাদের জমি সংলগ্নফসলের মাঠে পানি নিস্কাসনের জন্য আমাদের জমির সম্মুখ বরাবরএকটি ড্রেন খনন করা হয়। শুধু মাত্র জমির সেচ সুবিধার জন্যযেটি ১৯৯০ সালে ভূমি রেকর্ড কালীন সময় রেকর্ডকারীকর্মকর্তার ভূল বশত ৩ নং ম্যাপে খাল বলে চিহিৃত করে। ফলে তাদেরসেই চিহিৃত করা খাল যা আমাদের দুজনার জমির অংশ। এব্যাপারেআমরা ভূমি জরিপ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতিগ্রহন করেছি,সেটি সময়ের ব্যাপার মাত্র।

Top