কর্মচারী কল্যাণ পরিষদের মানববন্ধন ববিতে ১২ দফা দাবিতে - Alokitobarta
আজ : বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
প্রশাসনের শীর্ষ পদে রেকর্ড চুক্তিভিত্তিক নিয়োগ,১২ সচিব ওএসডি ফ্যাসিবাদের সুবিধাভোগী এসপিরা এখনো আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে ব্যাংক লুটের টাকা ৪ দেশে পাচার,নজিরবিহীন জালিয়াতির তথ্য বেরিয়ে আসছে সালমানের পকেটে টিকার ২২ হাজার কোটি টাকা সংস্কার এর মধ্যে করতে হবে,ডিসেম্বরে নির্বাচন সামনে বাম, পেছনে আওয়ামী লীগ,সরকারকে বেকায়দায় ফেলার ষড়যন্ত্র নেপথ্যে কলকাঠি নাড়াচ্ছে যে রাষ্ট্র ,সরকারকে বেকায়দায় ফেলার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ফের বিমান হামলা শুরু করেছে ইসরাইলি সরকারি টাকায় ৫৬০টি মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে জাতীয় সংসদ নির্বাচন চাইলে চাপ সৃষ্টি করতে হবে রাজনৈতিক দলগুলোকে

কর্মচারী কল্যাণ পরিষদের মানববন্ধন ববিতে ১২ দফা দাবিতে


আলোকিত বার্তা:অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগসহ ১২ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (গ্রেড: ১৭-২০) কর্মচারী কল্যাণ পরিষদ।রোববার (৭ এপ্রিল) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।সংগঠনের সভাপতি মো.হাসানুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আইয়ুব আলী শরীফ, সাবেক সভাপতি শাহাজাদা খান,মো. পারভেজসহ পরিষদের অন্যান্য নেতারা।

মানববন্ধনে সভাপতি হাসানুজ্জামান বলেন,বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তিন বছর ধরে আমাদের দাবির বিষয়ে জানিয়ে আসছি। এখন নতুন পরিষদের পক্ষ থেকে ১২ দফা দাবির বিষয়ে জানানো হয়েছে। আশা করি,আমাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হবে।তিনি আরও বলেন,মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয় উপাচার্য বারবার লিখিতভাবে আমাদের দাবিগুলো জানানোর কথা ছিলো। কিন্তু শিক্ষার্থীদের চলমান আন্দোলনে প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় তা সম্ভব হয়নি। তবে, দ্রুত সময়ের মধ্যে লিখিতভাবে আমাদের দাবিগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া হবে।

Top