৩০ মণ জাটকা জব্দ বরিশালে ট্রলারভর্তি - Alokitobarta
আজ : শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৩০ মণ জাটকা জব্দ বরিশালে ট্রলারভর্তি


আলোকিত বার্তা:বরিশালে ইঞ্জিনচালিত একটি ট্রলারভর্তি ৩০ মণ জাটকা জব্দ করা হয়েছে।জব্দ হওয়া জাটকা রোববার (৩১ মার্চ) দুপুরে কীর্তনখোলা নদীর ডিসি ঘাট সংলগ্ন এলাকা থেকে জেলা মৎস কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।

এদিকে ট্রলারটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জিম্মায় দেওয়া হয়েছে।এর আগে বরিশাল সদর উপজেলার চরমোনাই সংলগ্ন কালাবদর নদীতে কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার খন্দকার মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে ট্রলারভর্তি ৩০ মণ জাটকা জব্দ করা হয়। তবে ওই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন জেলা মৎস অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস।

Top