আতশবাজি উৎসব কীর্তনখোলার তীরে
আলোকিত বার্তা:স্বাধীনতা দিবস উদযাপনে বরিশালের সংলগ্ন কীর্তনখোলার তীরে অনুষ্ঠিত হয়েছে আতশবাজি উৎসব। প্রথমবারের মতো অনুষ্ঠিত আতশবাজির উৎসব দেখতে কীর্তনখোলা নদীর পাড়ে ভিড় জমায় হাজার হাজার মানুষ।
মঙ্গলবার (২৬ মার্চ) রাতে বরিশাল সিটি করপোরেশনের আয়োজনে কীর্তনখোলা নদীতে ঘণ্টাব্যাপী চলে আতশবাজি উৎসবে।স্বাধীনতা দিবস উদযাপনে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর আয়োজনে আতশবাজি উৎসবের এই মহাযজ্ঞ দেখে বিস্মিত তারা।দেশের এই গৌরবের দিনে এমন আয়োজন করায় সিটি মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন আতশবাজি উৎসব দেখতে আসা বরিশালবাসীরা।