গুরুত্বপূর্ণ নয় খ্যাতি আমার কাছে - Alokitobarta
আজ : শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
২০টি ব্যাংক থেকে ৩৩ কোটি টাকা আদায়ের অভিযোগ আগামী তিনদিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে স্বৈরাচারী ব্যবস্থা যাতে আবার ফিরে আসতে না পারে সেজন্য কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করা বৈষম্য ও শোষণের শিকল ছিঁড়ে বারবার গণমানুষকে মুক্তি দিয়েছে দেশের তরুণরাই নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই দেশের সব সাংবাদিকের জন্য বেতন ৩০ হাজার অথবা ৪০ হাজার-ই হোক এর নিচে নামা যাবে না নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১০ প্রশাসনের শীর্ষ পদে রেকর্ড চুক্তিভিত্তিক নিয়োগ,১২ সচিব ওএসডি ফ্যাসিবাদের সুবিধাভোগী এসপিরা এখনো আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে ব্যাংক লুটের টাকা ৪ দেশে পাচার,নজিরবিহীন জালিয়াতির তথ্য বেরিয়ে আসছে

গুরুত্বপূর্ণ নয় খ্যাতি আমার কাছে


আলোকিত বার্তা:প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুর দম্পতির মেয়ে জানভি কাপুর। বলিউডের আকাশে নতুন সফল তারকাদের তিনি একজন।গত বছর মুক্তি পেয়েছে তার প্রথম সিনেমা ধড়ক। বক্স অফিসে সিনেমাটির সাফল্যের পাশাপাশি দর্শকের প্রশংসা কুড়িয়েছেন জানভি।সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন জানভি। সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, ‘প্রত্যেক অভিনয়শিল্পীর কাছেই খ্যাতি অনেক বড় কিছু আর আমি যতটুকু খ্যাতি পেয়েছি তা আমার পরিবারের কারণে। আমার প্রথম সিনেমার পর আরো পরিচিতি পেয়েছি, দর্শকের ভালোবাসা ও সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞ। ছোটবেলা থেকেই খ্যাতির স্বাদ পেয়ে আসছি, সুতরাং এখন খ্যাতির চেয়ে কাজ, অভিনয় ও সিনেমা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

ভারতীয় ফ্লাইট লেফটেন্যান্ট গুঞ্জন সাক্সেনাকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। বর্তমানে এর কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছেন জানভি। সিনেমাটি প্রযোজন করছে করন জোহরের প্রযোজনা প্রতিষ্ঠান ধর্মা প্রোডাকশন। শোনা যাচ্ছে, এতে জানভির বিপরীতে মালায়ালাম অভিনেতা দুলকার সালমানকে দেখা যাবে।ভারতের প্রথম নারী হেলিকপ্টার চালকদের একজন গুঞ্জন সাক্সেনা। ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় ফ্লাইট লেফটেন্যান্ট শ্রীবিদ্যা রাজনের সঙ্গে যুদ্ধক্ষেত্রে খাবার ও চিকিৎসার জিনিসপত্র সরবরাহ এবং যুদ্ধক্ষেত্র থেকে আহতদের তুলে আনার দায়িত্ব পালন করেন। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে ‘শৌর্য বীর’ সম্মানে ভূষিত করা হয়।এছাড়া ধর্মা প্রোডাকশনের তখত সিনেমায় অভিনয় করবেন শ্রীদেবী কন্যা। তারকাবহুল সিনেমাটিতে আরো অভিনয় করবেন- অনিল কাপুর কারিনা কাপুর খান, রণবীর সিং, আলিয়া ভাট, ভূমি পেডনেকার, ভিকি কৌশল প্রমুখ। এটি পরিচালনা করবেন করন জোহর।

Top