দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় দিচ্ছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
আলোকিত বার্তা:বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে দেশের বড় একটি অংশ বেসরকারিবিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রেশিক্ষার্থীদের যে অভিযোগটি বেশি প্রতিফলিত হয় তা হচ্ছে অতিরিক্তটিউশন ফি, ভর্তি ফি।প্রতিবছরই শিক্ষার্থীদের একটি বড় অংশ সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিরসুযোগ না পেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়ে থাকে। এইশিক্ষার্থীদের মধ্যে এমন শিক্ষার্থী রয়েছে যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়েরপড়াশোনার এই বিশাল খরচ বহন করে নিজেদের পড়াশোনা চালিয়ে নিতে পারেনা। এসব শিক্ষার্থীদের জন্য অনেক বিশ্ববিদ্যালয়ই বিভিন্ন ধরনের সুযোগপ্রদানের ব্যবস্থা করে থাকে।
সেমিষ্টার ফি ছাড়াও ভর্তির ক্ষেত্রেও বিভিন্ন ছাড়প্রদান করে থাকে।এর মধ্যে অন্যতম এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এই বিশ্ববিদ্যালয়েস্নাতক পর্যায়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করেটিউশন ফি ছাড় দেয়া হয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ন হওয়াশিক্ষার্থীদের জিপিএ (৪র্থ বিষয় ছাড়া) ৫.০০ হলে ১০০%, শুধু এইচএসসিপরীক্ষায় জিপিএ (৪র্থ বিষয় ছাড়া) ৫.০০ হলে ১ম সেমিষ্টারে ৭৫%, ৪.০০-৪.৯৯ এর মধ্যে হলে ৪০% ছাড়ের ব্যবস্থা রয়েছে। এছাড়া এসএসসি এবংএইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.০০ (৪র্থ বিষয় ছাড়া) হলে রয়েছে ১০%থেকে ২৫% পর্যন্ত ছাড়ের ব্যবস্থা।শুধু স্নাতক নয়, স্নাতকোত্তর পর্যায়ের টিউশন ফি’র উপরও এসএসসি ওএইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে ছাড় প্রদান করা হয়। এক্ষেত্রে,এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এসএসসি ও এইচএসসি পরীক্ষায়উত্তীর্ন হওয়া শিক্ষার্থীদের জিপিএ ৪.০০ (চতুর্থ বিষয় ছাড়া) হলে ভর্তিতে০৫-২০% পর্যন্ত ছাড় দিয়ে থাকে।
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশবিশেষ ছাড় প্রদান করে থাকে। সেখানে মেধাবী ও আর্থিকভাবে অনগ্রসরশিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠাকাল থেকেই বিশেষ ছাড় দিয়ে যাচ্ছে। এইউদ্যোগের ফলে আর্থিকভাবে অসচ্ছল মেধাবীদের উচ্চশিক্ষা অর্জনের পথউন্মুক্ত হয়েছে। মেধাবী ও আর্থিকভাবে অনগ্রসর শিক্ষার্থীদের জন্য রয়েছেটিউশন ফি-এর ওপর বিশেষ ছাড়।মেধাবী, অসচ্ছল ছাড়াও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে বিশেষকর্মকান্ডের সাথে জড়িত শিক্ষার্থীদের জন্যও বিশেষ ছাড় দিয়ে থাকে। বিশেষছাড়ের আওতায় রয়েছে খেলোয়াড়, শিল্পী, বিতার্কিক, সাংস্কৃতিককর্মকান্ডে অংশগ্রহনকারীরা। এছাড়াও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিষয়েরয়েছে ৪৫% এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ১০০% টিউশন ফি ছাড়েরব্যবস্থা রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে।এগুলো ছাড়াও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে অধ্যায়নরত বিবিএ,এমবিএ, সিএসই ও ইংলিশ বিষয়ে আশুলিয়া শাখার জন্য ২০% এবং ভাই-বোনও স্বামী-স্ত্রীর জন্য কমপক্ষে ২৫% ছাড় দেয়া হয়।
তাছাড়া এশিয়ানইউনিভার্সিটি অব বাংলাদেশের সেমিস্টার ফি তুলনামূলক খুবই কম। যাআর্থিকভাবে অনগ্রসর শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে উল্লেখযোগ্যভুমিকা পালন করে আসছে।এই বিশ^বিদ্যালয়ে যে সব প্রোগ্রাম চালু রয়েছে তা হলÑবিবিএ,এমবিএ, সিএসই, সিএস, ইকোনোমিক্স, গভর্ণমেন্ট এন্ড পলিটিক্স,সোশ্যাল ওয়ার্ক, সোশোলোজি এন্ড এনথ্রোপোলজি, বাংলা, ইসলামিকস্টাডিজ, ইসলামিক হিস্ট্রি এন্ড সিভিলাইজেশন, বি এড ও এম এড।প্রতি বছর তিনটি সেমিস্টারে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশেভর্তি কার্যক্রম চলে।
এগুলো হচ্ছে: স্প্রিং (জানুয়ারি-এপ্রিল), সামার (মে-আগষ্ট), ফল (সেপ্টেম্বর-ডিসেম্বর)। সে অনুযায়ী এখন চলছে স্প্রিংসেমিস্টারে ভর্তি কার্যক্রম।এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে ভর্তির জন্য যোগাযোগেরঠিকানা: বাড়ি ২৫, রোড ৫, সেক্টর ৭, উত্তরা মডেল টাউন, ঢাকা ১২৩০।মোবাইলঃ ০১৬৭৮৬৬৪৪১৩, ০১৬৭৮৬৬৪৪১৫। ই-মেইল : রহভড়@ধঁন.বফঁ.নফ.স্থায়ী ক্যাম্পাস: বঙ্গবন্ধু রোড, আশুলিয়া, ঢাকা। ওয়েবসাইট