কাশিপুরের মাংস ব্যবসায়ী শামসুল হক লেচুর কুলখানি অনুষ্ঠিত - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

কাশিপুরের মাংস ব্যবসায়ী শামসুল হক লেচুর কুলখানি অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কাশিপুর বাজার’র বিশিষ্ট মাংস ব্যবসায়ী শামসুল হক লেচুরকুলখানি অনুষ্টিত হয়েছে।সোমবার (০৩-০১-২০২২ইং.) আসর নামাজ বাদ মরহুমের নিজ বাড়ীতে ওইকুলখানি অনুষ্টিত হয়। এসময় স্থানীয় জনসাধারন সহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে দোয়া মোনাজাতেঅংশ নেন। এর আগে জহুর নামাজ বাদও মরহুমের উদ্দেশ্যে নিমন্ত্রিতদের মাঝে খাবার বিতরন করা হয়।প্রকাশ থাকে, শামসুল হক লেচু (৭৮) গত ২৯ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় বরিশাল সদর উপজেলার ২ নংকাশিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে তার নিজ বাড়ীতে মৃত্যু বরন করেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না-ইলাহি রাজিউন..।

মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে যান। তিনিকর্মজীবনে সুনামের সাথে মাংস ব্যবসায় নিয়োজিত ছিলেন। বরিশাল মাংস ব্যবসায়ী সমিতিরউপদেষ্টা ছিলেন। এদিকে তার মৃত্যুতে শোক প্রাকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনাজানিয়েছেন , এয়ার পোর্ট থানা প্রেসক্লাব,কাশিপুর বাজার ব্যবসায়ী কমিটিসহ অনেকে।

Top