নেতা কর্মীদের মুল্যায়ন না করায় মির্জাগঞ্জে দুই ইউনিয়নে নৌকার ভরাডুবি - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নেতা কর্মীদের মুল্যায়ন না করায় মির্জাগঞ্জে দুই ইউনিয়নে নৌকার ভরাডুবি


ফারুক খান, মির্জাগঞ্জ( পটুয়াখালী)প্রতিনিধি ঃপটুয়াখালী মির্জাগঞ্জ উপজেলায় তৃতীয় ধাপের ইউপি নির্বাচন গত ২৮নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে ৬ টি ইউনিয়নের মধ্য ৪টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হন। এর মধ্য ৫নংকাকড়াবুনিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী মোঃ মাহবুবুররহমান স্বপন বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। দলীয় নেতা কর্মীদেরমুল্যায়ন না করায় বাকি দুই ইউনিয়ন মির্জাগঞ্জ ও মজিদবাড়িয়াইউনিয়নে নৌকার ভরাডুবি হয়েছে বলে মনে করেন স্থানীয় নেতাকর্মীরা।দুই ইউনিয়নে নৌকার পরাজয়ের কারন খোঁজ নিয়ে জানা যায়,মির্জাগঞ্জ উপজেলার ২নং মির্জাগঞ্জ ইউনিয়নে আওখালী সদর উপজেলাআওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা আওয়া
এখানে তাঁর পরাজয় হয়েছে। মজিদবাড়িয়া ইউনিয়নের আওয়ামীলীগ নেতামো. ইউনুচ আলী মাষ্টার বলেন, ইউপি নির্বাচনে আওয়ামীলীগের দলীয়
মনোনয়ন পেতে ত্যাগী ইউনিয়নের ৪২ নেতাকর্মীদের বাদ দিয়ে অন্য দলেরকর্মী ও তাঁর আত্মীয়-স্বজন দিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠনকরেন। স্থানীয় দলীয় নেতা-কর্মীদের মূল্যয়ন না করাই পরাজয়ের মূল কারন বলেমনে করেন তিনি। এব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারনে সম্পাদকমো. জসিম উদ্দিন জুয়লে বেপারী বলেন, বিদ্রোহী প্রার্থীদের সাথেবিএনপি- জামায়াত এক জোট হয়ে নৌকার বিরুদ্ধে কাজ করায় নৌকারপ্রার্থীদের পরাজিত হয়েছে।

Top