জামেমসজিদ ভাংচুরের অভিযোগ - Alokitobarta
আজ : শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

জামেমসজিদ ভাংচুরের অভিযোগ


বরিশাল জেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামের রাজারচর খেয়াঘাট জামেমসজিদ ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রাত আনুমানিক এক ঘটি কার সময় উক্ত ঘটনা সংগঠিত হয় বলে জনাযায়,সরজমিনে গিয়ে দেখা জায় মসজিদের থাই গ্লাস ও দান বাক্স সম্পুর্ন ভেঙ্গে ফেলা হয়েছে, উক্ত ঘটনায় চরমোনাই ইউনিয়নে ব্যাপক চানচল্লকর পরিস্থিতি সৃষ্টি হয়, খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার এ এস আই হুমায়ূন ও চরমোনাই ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ ইসহাক মোঃ আবুল খায়ের ঘটনাস্থান পরিদর্শন করেন, মসজিদের মুসল্লী ও এলাকার লোকেরা বলেন মদখেয়ে মাতাল অবস্থায় বিভিন্ন সময় মোঃ বজলু হাওলাদার মোঃ সাবু গোমস্তা ও এনামুল খারাপ ভাষায় মসজিদের মুসল্লীদের গালি গালাজ করতো ও মসজিদ ভেঙ্গে ফেলার হুমকি প্রদান করতেন, কেন হুমকি দিতেন জানতে চাইলে একাধিক লোকজন বলেন বজলু হাওলাদার উক্ত জমি সালাম রাড়ীর কাছ থেকে ক্রয় করেছেন বলে দাবি করতেন কিন্তু মসজিদের জমি খাস খতিয়ানের সরকারি সম্পত্তি বলে জানান মুসল্লীরাা, এসময় এনামুলের দোকানের গোডাউন থেকে মদের কনটেইনার ও গ্লাস জব্দ করেন, উক্ত বিষয় কোতোয়ালি মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে

Top